গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কার্প জাতের মাছ রাখা যায়
বেশীর ভাগ মানুষ ই গোল্ড ফিশ এবং কার্প জাতের মাছের তফাৎ করতে পারেন না , কার্প জাতের মাছকে গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে গুলিয়ে ফেলেন । বেশীর ভাগ মানুষ কার্প জাতের মাছ কে গোল্ড ফিশ জাতের মাছ মনে করে কিনে আনেন । আমার কাছে অনেকেই জানতে চান যে , কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ এক সঙ্গে অ্যাকুরিয়ামে রাখা যায় কি না ? আমি আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি এই দুই প্রজাতির মাছ কিছু কিছু সময় একসঙ্গে রাখা যায় আবার অনেক ক্ষেত্রে অসুবিধা জনক হয়ে ওঠে । এর প্রধান কারন হল কার্প মাছ গোল্ড ফিশের থেকে অনেক বেশী শক্তিশালী হয় এবং কার্প মাছের বৃদ্ধি গোল্ড ফিশের থেকে অনেক তাড়া তাড়ি হয় । তাই আপনি যদি আপনার অ্যাকুরিয়ামে কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ সমান সাইজেরও ছাড়েন , তা হলেও কিছুদিন পরে দেখবেন যে কার্প জাতের মাছ গুলি গোল্ড ফিশ জাতের মাছ গুলির তুলনায় অনেকটাই বেশি বড় হয়ে গেছে । আমরা জানি যে অ্যাকুরিয়ামে রাখা মাছ গুলির মধ্যে যদি সাইজের সমতা না থাকে তাহলে অ্যাকুরিয়ামের বড় মাছ গুলি খাবার বেশি খেয়ে নেবে , তুলনায় ছোট সাইজের মাছ গুলি খাবার পরিমান মতন না পেয়ে মারা যাবে । আপনি হয়ত ভাবতে পা