সফট জলে কোন কোন মাছ থাকে ?
আমরা অ্যাকুরিয়ামে যে মাছ গুলি পুষে থাকি , সেই সব মাছ গুলি সবাই কিন্তু এক ধরনের জলে থাকে না । কোন কোন মাছ আছে যারা হার্ড জলে থাকা পছন্দ করে আবার কোন কোন জাতের মাছ আছেযারা সফট জলে থাকা পছন্দ করে । যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন বা পুষতে চলেছেন তাদের জেনে রাখা ভালো যে তারা যে মাছ গুলি অ্যাকুরিয়ামের মধ্যে রাখবেন সেই মাছ গুলি কোন ধরনের জলের মাছ । সেই মতন যদি আপনি মাছ পছন্দ করে অ্যাকুরিয়ামে রাখেন ,তাহলে আপনার শখের মাছ গুলি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ভালো থাকবে । এখন জেনেনেওয়া যাক কোন মাছ গুলি সফট জলের মাছ । ১) গোল্ড ফিশ ঃ রেড গোল্ড , রুইকিন গোল্ড , সুভাংকিং গোল্ড , রেডক্যাপ গোল্ড , ব্লাক গোল্ড , পার্ল স্কেল গোল্ড , বাবল আই গোল্ড , টেলিস্কোপ আই গোল্ড , ইত্যাদি । ২) অ্যাঞ্জেল ঃ যে কোন অ্যাঞ্জেল মাছ। ৩) টাইগার বার্ব । রুবি বার্ব , রোসি বার্ব , অ্যালবিনো টাইগার বার্ব ,গ্রীন টাইগার বার্ব , সুমারটি বার্ব ৪) টিন ফয়েল বার্ব । ৫) কার্প ঃ যেকোন কার্প জাতের মাছ যেমন টোকিয়ো কার্প , রিনজিন কার্প , ম্যানিলা কার্প, পার্ল...