Posts

সফট জলে কোন কোন মাছ থাকে ?

আমরা অ্যাকুরিয়ামে যে মাছ গুলি পুষে থাকি  , সেই সব মাছ গুলি সবাই কিন্তু এক ধরনের জলে থাকে না ।  কোন কোন মাছ আছে যারা হার্ড জলে থাকা পছন্দ করে আবার কোন কোন জাতের মাছ আছেযারা সফট জলে থাকা পছন্দ করে । যারা অ্যাকুরিয়ামে মাছ  পোষেন বা পুষতে চলেছেন তাদের জেনে রাখা ভালো যে তারা যে মাছ গুলি অ্যাকুরিয়ামের মধ্যে রাখবেন সেই মাছ গুলি কোন ধরনের জলের মাছ । সেই মতন যদি আপনি মাছ পছন্দ করে অ্যাকুরিয়ামে রাখেন  ,তাহলে আপনার শখের মাছ গুলি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ভালো থাকবে । এখন জেনেনেওয়া   যাক কোন মাছ গুলি সফট জলের মাছ । ১) গোল্ড ফিশ ঃ রেড গোল্ড , রুইকিন গোল্ড , সুভাংকিং গোল্ড , রেডক্যাপ গোল্ড , ব্লাক গোল্ড , পার্ল স্কেল গোল্ড , বাবল আই গোল্ড , টেলিস্কোপ আই গোল্ড , ইত্যাদি । ২) অ্যাঞ্জেল ঃ যে কোন অ্যাঞ্জেল মাছ। ৩) টাইগার বার্ব । রুবি বার্ব , রোসি বার্ব , অ্যালবিনো টাইগার বার্ব ,গ্রীন টাইগার বার্ব , সুমারটি বার্ব  ৪) টিন ফয়েল বার্ব ।  ৫) কার্প ঃ যেকোন কার্প জাতের মাছ  যেমন টোকিয়ো কার্প , রিনজিন কার্প , ম্যানিলা কার্প, পার্ল...

মাছ মারা যায় কেন ? মাছ মারা যাবার কারন কি ?

Image
  যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন , মাছ মারা যাওয়া ,তাদের কাছে  আতঙ্কের কারন । যারা এই রঙ্গিং মাছ পোষেন ,তারা অনেক পছন্দ করে অনেক দোকান ঘুরে খুব যত্ন করে বাড়িতে নিয়ে আসেন ,কিন্তু দেখা যায় অনেক মাছই ১ দিন ২ দিন ১সপ্তাহ বা দিনের দিন ই মরে যায় । মন খারাপ হয়ে যায় , মাছ বাচানোর জন্য পাগলের মত এক দোকান থেকে অন্য দোকান ঘুরে ঘুরে মাছ বাচানোর  চেষ্টা করেন । নানান লোকের মত নিতে দেখা যায় । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অসফল হয়ে মাছ পোষা ছেড়ে দেয় । সফল ভাবে মাছ পোষার জন্য যে দিক গুলি আপনাকে লক্ষ রাখতে হবে ,সে গুলি আপনাকে মেনে চলতেই হবে । অ্যাকুরিয়াম দেখতে ছোট হলেও এর মধ্যে একটি ইকো সিস্টেম চলে ,বলতে গেলে এর মধ্যে একটি গোটা পৃথিবী চলে । এর মধ্যের প্রতিটি জিনিস , প্রতিটি মাছ ,গাছ , ফিল্টার্‌ , জল , ওষুধ , পাথর , সাজাবার জিনিস , এর প্রত্যেকটি জিনিসের ভুমিকা আছে । এখানে কারও সখ , কারও জেদ , কারও টাকার জোর খাটবে না । এর নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে চলতে হবে । যদি মেনে চলতে পারেন তবেই অ্যাকুরিয়াম এ মাছ পুষবেন অন্যথায় এই সখ থেকে বিরত থাকুন । প্রতিটি মাছেরই প্রান আছে , এই প্রান কে অযথা মেরে ফেলার অধ...

অ্যাকুরিয়ামের মাছ বড় করবেন কিভাবে ?

অ্যাকুরিয়ামে মাছ অনেকেই পোষেন কিন্তু বেশিরভাগ   সময়ই দেখা যায় মাছ গুলি ঠিকমত বাড়ছে না । আপনি মাছ কেনার পরে হয়ত ৫ / ৬ মাস হয়ে গেছে কিন্তু আপনার মাছ গুলি ঠিকমতন বাড়েনি । তবে এটা খেয়াল রাখবেন আপনি কি জাতের মাছ কিনেছেন , কারন সব জাতের মাছ সমান ভাবে বাড়ে না । যেমন আপনি যদি গাপ্পি মাছ কিনে থাকেন ওই মাছ সবথেকে বড় ছেলে মাছের ক্ষেত্রে ২ ইঞ্চি এবং মেয়ে মাছের ক্ষেত্রে ৩ ইঞ্চি পর্যন্ত বড় হয় । আবার টাইগার সার্ক , কার্প জাতের মাছ , গোল্ড ফিশ এই জাতের মাছগুলি র সর্বাধিক  সাইজ অনেক বড় হয় , তাই স্বাভাবিক ভাবেই ছোট জাতের মাছের তুলনায় বড় জাতের মাছের বৃদ্ধি অনেকটাই বেশি হয় ।  কিছু নিয়ম মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের মাছ গুলির স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকবে ।  ১) যে জাতের মাছ যে ধরনের জলে থাকে, সেই মাছ তেমন জলেই রাখুন , যেমন আপনি যদি  soft  জল ভালোবাসে এমন জাতের মাছ কেনেন , তাহলে ঐ জাতের মাছগুলিকে soft জলেই রাখুন । যদি হার্ড জল ভালোবাসে এমন মাছ কেনেন তাহলে ওই মাছ আপনি অবশ্যই হার্ড জলে রাখবেন । জল উল্টো পালটা  হয়ে গেলে মাছের বৃদ্ধি অনেকটাই কমে যাবে । ২) অ্যাক...

গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ ভালো ভাবে রাখা যায় ?

 অ্যাকুরিয়ামে  পোষার জন্য যত রকমের মাছ সহজেই  পাওয়া যায় , তার মধ্যে সব থেকে জনপ্রিয় মাছ হল গোল্ড ফিশ । এই মাছ অনেক ধরনের এবং  সাদা , লাল , কালো , ছাপ ছাপ  প্রভৃতি রঙের পাওয়া যায় ।   অ্যাকুরিয়ামের  ভিতরে এই মাছের চলা ফেরা দেখতে এত সুন্দর লাগে যে অ্যাকুরিয়ামে মাছ পুষতে হলে প্রথমেই এই গোল্ড ফিশ মাছের কথাই সবার আগে মনে পরে । এমন  লোক খুজে পাওয়া খুব কঠিন যে আগে কখনো গোল্ড ফিশ মাছের নাম শোনেনি ।                                         সমিক্ষা করে দেখা গেছে যত জন ব্যাক্তি অ্যাকুরিয়ামে মাছ পোষেন বা মাছ পুষতে চান তাদের মধ্যে ৮০ শতাংশের ও বেশি জন মানুষ গোল্ড ফিশ মাছ রাখতে সব থেকে বেশী উৎসাহী । আবার তাদের মধ্যে বেশীরভাগ লোক শুধু গোল্ড ফিশ মাছ রেখে দিতে ভালো বাসেন না , তারা চান ওই গোল্ড ফিশ মাছের সঙ্গে আরো অন্যান্য জাতের মাছ রাখতে যাতে দেখতে বেশী ভালো লাগে । তবে এটা ঠিক যে শুধু গোল্ড ফিশ মাছ না রেখে  তার সঙ্গে অন্য জাতের কয়েকটি মাছ রাখল...

গোরামি মাছ অন্য মাছকে মারে কেন ?

এমনিতে গোরামি মাছ খুব শান্ত স্বভাবের মাছ , এরা যে সমস্ত মাছ গুলির সঙ্গে শান্ত ভাবে মানিয়ে নিয়ে থাকতে পারে সেই সমস্ত মাছ গুলির সঙ্গে ভালোভাবেই থাকে , কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হটাত করে এই মাছ গুলি অন্য মাছ গুলিকে ঠোকরাতে শুরু করেছে । কিছু কারনের জন্য এটা হয় , কারন গুলি হল ঃ ১) যদি এই মাছের জোড়া টি মরে গিয়ে থাকে বিশেষ করে ফিমেল মাছটি । ২) যদি অ্যাকুরিয়ামের জল খারাপ হয়ে গিয়ে থাকে । ৩) যদি অ্যাকুরিয়ামের মধ্যে কোন মাছ অসুস্থ হয়ে থাকে । যদি আপনি দেখেন যে আপনার অ্যাকুরামের মধ্যে কোন মাছ অসুস্থ হয়ে পড়েছে তাহলে স্বত্বর ওই অসুস্থ মাছটিকে আপনার অ্যাকুরিয়াম থেকে সরিয়ে ফেলবেন । না হলে বহু বার আমি লক্ষ্য করেছি একবার যদি গোরামি মাছ ঠোকরাতে সুরু করে তাহলে সহজে থামতে চায় না । আর গোরামি মাছের স্বভাব ই হল কোন মাছ অসুস্থ হলেই তাকে কামড়াতে সুরু করে । ৪)যদি দুটি মেল অর্থাৎ পুরুষ মাছ হয়ে থাকে । আপনি এক সঙ্গে অনেক গুলি গোরামি মাছ রাখতে পারেন কিন্তু ছেলে এবং মেয়ে মাছের অনুপাত সমান রাখবেন অথবা মেয়ে মাছের সংখ্যা বেসি রাখবেন। এই জাতের ছেলে মাছ গুলি মেয়ে মাছ গুলির তুলনায় বেশী সুন্...

অ্যাকুরিয়াম পরিচর্যা কিভাবে করা উচিত ( maintenance ) ?

যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন । তাদের মাছ ভালো রাখার জন্য কিছু কাজ নিয়ম মেনে করা উচিত । যে কাজ গুলি না করলে আপনার অ্যাকুরিয়ামের মাছ হটাত করে মারা যেতে পারে বা অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যেতে পারে । অ্যাকুরিয়ামের জল স্বচ্ছ না থাকলে মাছের রোগ আসে এবং দেখতেও ভালো লাগেনা । ঠিক মত পরিচর্যার অভাবে মাছ মারা গেলে মাছ পোষার সখটাই নষ্ট হয়ে যায় । অ্যাকুরিয়াম ঠিক মত পরিচর্যা করার জন্য নিয়ম গুলি মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের জল এবং মাছ অনেকটাই ভালো থাকবে । প্রতিদিন যে কাজ গুলি আপনাকে করতে হবেঃ ১ ) প্রথমেই দেখবেন আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার গুলি ঠিক মতন চলছে কিনা । কারন অ্যাকুরিয়ামের ময়লা টেনে ফিল্টার গুলি আঁটকে যেতে পারে । অনেক সময় ফিল্টারের প্লাগও খুলে যায় বা আলগা হয়েও বন্ধ হয়ে যায় । ২ ) আপনার অ্যাকুরিয়ামের জলের তাপমাত্রা চেক করে দেখবেন তাপমাত্রা সঠিক আছে কিনা । অনেক সময় হিটারের প্লাগ আলগা হয়ে যেতে পারে , অনেক সময় হিটার খারাপ হয়ে থাকতে পারে , অন্য সময়ে যখন হিটার অ্যাকুরিয়ামে চালানো হয় না সেই সময় প্রাকৃতিক কারনেও অনেক সময় জল হটাত করে ঠাণ্ডা হয়ে যেতে পারে । জল হটাত ঠাণ...