ব্ল্যাক মলি (Black Molly)
ফ্যামিলি ঃ পোয়েসিলিড প্রথম বার যারা রঙ্গিন মাছ পুষতে চলেছেন , তাদের জন্য এই মাছ একেবারে আদর্শ । এই মাছ ভীষণ কষ্ট সহিষ্ণু , যে কোন জলে এই মাছ বেঁচে থাকতে পারে । ব্ল্যাক মলি মাছের প্রাপ্তি স্থান কোথায় ( origins ) ? মধ্য আমেরিকা র মেক্সিকো , হন্ডুরাস , গুয়েতেমালা । এই মাছ ঝর্নার জলে , নদিতে , সাগরের কাছা কাছি ব্র্যাকিশ ওয়াটারএ এমন কি সাগরের নোনা জলেও এই মাছ দেখতে পাওয়া যায় । ব্ল্যাক মলি মাছ কত দিন বেঁচে থাকে ( life span ) ? এই মাছ আমার অভিজ্ঞতায় আমি অ্যাকুরিয়ামের মধ্যে ৫ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । ব্ল্যাক মলি মাছ কত ধরনের দেখতে পাওয়া যায় ( species ) ? এই মাছ অনেক ধরনের দেখতে পাওয়া যায় । ১ ) ব্ল্যাক মলি ২ ) লায়ার টেল ব্ল্যাক মলি ৩ ) ভেল টেল ব্ল্যাক মলি ৪ ) সেল ফিন ব্ল্যাক মলি ৫ ) মিড নাইট ব্ল্যাক মলি , ৬ ) বেলুন ব্ল্যাক মলি ব্ল্যাক মলি মাছ কত বড় হয় ( size ) ? এই মাছ ৫ ইঞ্চি পর্যন্ত বড় হতে দেখা যায় । তবে সব জাতের ব্ল্যাক মলি এত বড় হয় না । যেমন বেলুন মলি ২ ইঞ্চিও সাইজ হয় না । ব্ল্যাক মলি মাছের স্বভাব এবং প্রকৃতি কেমন হয় ( habit and nature ) ? এ