গোরামি মাছের বাচ্চা করার পদ্ধতি ( gourami breeding process )
অ্যাকুরিয়ামের মাছেদের মধ্যে গোরামি জাতের মাছ খুবই জনপ্রিয় । এই মাছ বেশ কয়েকটি জাতের পাওয়া যায় ,যেমন ব্লূ গোরামি , থ্রী স্পট গোরামি , পার্ল গোরামি ইত্যাদি । আপনি বাড়িতে গোরামি মাছের বাচ্চা খুব সহজেই করতে পারেন । দেখে নেওয়া যাক গোরামি মাছের বাচ্চা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় । ১) ডিম পাড়ার উপযুক্ত একটি পেটে ডিম ভর্তি মেয়ে মাছ এবং একটি সুস্থ সবল প্রাপ্ত বয়েসের ছেলে মাছ । ২) ৩০ থেকে ৪০ লিটার জল ধরে এমন একটি অ্যাকুরিয়াম বা মাটির বা প্লাস্টিকের গামলা । ৩) একটি খুব ভালো গুনমানের ৪ ইঞ্চি চওড়া ৮ ইঞ্চি লম্বা পলিথিন বা প্লাস্টিকের পাতলা টুকরো । সফল ভাবে গোরামি মাছের ডিম ফোটাতে হলে যে ব্যাপার গুলি খেয়াল রাখতে হবে সেগুলি হল ঃ ১) যে জলে আপনি ডিম পাড়াতে চান সেই জলের টি ডি এস হতে হবে ১০০ থেকে ১৫০ । ২৫০ টি ডি এস পর্যন্ত জলেও এই মাছের ডিম ফোটানো যায় কিন্তু ১০০ থেকে ১৫০ টি ডি এস এর জলে এই মাছের ডিম যতটা ভালো ফুটবে এবং ডিম ফোটার পরে বাচ্চা ভালো থাকবে , ১৫০ টি ডি এস এর বেশি হলে ততটা ভা...