অ্যালবিনো টাইগার বার্ব ( albino tiger barb )
বার্বাস টেট্রাজোনা অ্যালবিনো টাইগার বার্ব এর প্রাপ্তি স্তান কোথায় ( origins ) ? এই মাছ টাইগার বার্বএর ই একটি অন্য রং । এই রঙের মাছ প্রকৃতি তে পাওয়া যায় না এই রঙের টাইগার বার্ব বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈয়ারি করা হয়েছে । অ্যালবিনো টাইগার বার্ব মাছ কত ধরনের পাওয়া যায় ( species) ? এই মাছ লালচে সাদা , গোল্ডেন সাদা , ইত্যাদি দেখতে পাওয়া যায় । অ্যালবিনো টাইগার বার্ব মাছ কত দিন বাঁচে ( life span ) ? এই মাছ আমার অভিজ্ঞতায় ৬ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । মনে রাখবেন যত বড় অ্যাকুরিয়ামে এই মাছ রাখবেন মাছের আয়ু ও তত বেশি দিন হবে । অ্যালবিনো টাইগার বার্ব মাছ কত বড় হয় ( size ) ? এই মাছ প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত বড় হয় । অ্যালবিনো টাইগার বার্ব মাছের স্বভাব এবং প্রকৃতি কেমন হয় ( habit and nature ) : এই মাছ একটু চঞ্চল প্রকৃতির হয় । সব সময় জলের উপরি ভাগ থেকে তলা পর্যন্ত , এদিক থেকে ওদিক ব্যাস্ত ভাবে ঘুরে বেড়ায় । সাধারনত আক্রমণাত্মক নয় তবে মাঝে মাঝে অন্য মাছকে কামড়ে বেড়ায় । আমার অভিজ্ঞতায় দেখেছি এই মাছ ৬/৭ টি একসঙ্গে রাখলে খুব শান্ত ভাবে থাকে ,কিন্তু যদি একট...