শীত কালে অ্যাকুরিয়ামের মাছের যত্ন কিভাবে নেওয়া উচিত ( aquarium fish maintenance at winter season )
যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের কাছে শীতকাল আতঙ্কের । কারন বেশীর ভাগ মানুষের ধারনা শীতকালে মাছ মারা যায় । এই সময় মাছ রাখতে অনেকেই ভয় পায় । কিন্তু আমি আপনাদের আশ্বাস দিচ্ছি ,আমার কথা মেনে চলুন , দেখবেন এই শীতে আপনার অ্যাকুরিয়ামের কোন মাছ ই মারা যাবে না । দেখে নিন শীতকালে অ্যাকুরিয়াম এ মাছ বাঁচিয়ে রাখতে হলে কি কি করতে হবে । ১) আমরা অ্যাকুরিয়ামে যে সমস্ত জাতের মাছ গুলি সাধারনত রেখে থাকি , সেই সমস্ত জাতের মাছ গুলি ২৮ ডিগ্রি সেন্টি গ্রেড থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভালো ভাবে থাকতে পারে । অ্যাকুরিয়ামে একটি থারমস্টাটিক হিটার লাগিয়ে অ্যাকুরিয়ামের জল ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখুন । এই হিটার গুলি আপনা থেকেই চালু এবং বন্ধ হয় তাই এই হিটার আপনি সর্বদা অন করে রেখে দিতে পারেন । 2) এই সময় অ্যাকুয়ারিয়াম এ নতুন মাছ ছাড়তে হলে, মাছ কেনার সময় ভালো করে দেখে নিন,যে মাছগুলি রোগগ্রস্ত কিনা। এই সময় আপনার সামান্যতম অসতর্কতা আপনার অ্যাকুয়ারিয়াম এর মাছের মড়ক সৃষ্টি করে দিতে পারে। 3) শীতকালে অ্যাকুয়ারিয়ামের জল পুরোটা বদল না করাই ভালো। অ্যাকুয়ারিয়ামের জল বদল করতে হলে 20 থেকে