অ্যাকুরিয়ামের মাছের রং ভালো রাখার জন্য কি করবেন ( how to maintain your fishes color ) ।
বর্তমানে অ্যাকুরিয়ামে রঙ্গিং মাছ পোষার শখ বেড়েই চলেছে । যে কোন ঘরের শোভা বদলে দিতে পারে একটি অ্যাকুরিয়াম । অ্যাকুরিয়ামে যে মাছ গুলি রাখা হয় সেই মাছ গুলির প্রতিটি জাতের মাছের একটি স্বাভাবিক রং আছে , মাছ গুলি জন্মানোর পর থেকে ধিরে ধিরে মাছ গুলি যত বড় হতে থাকে , মাছের রং ও আস্তে আস্তে বাড়তে থাকে । মাছের এই রঙ মাছের জিনের মধ্যেই থাকে , এই রং বাইরে থেকে করতে হয় না । বর্তমানে কিছু কিছু মাছ কিনতে পাওয়া যায় যেগুলি বাইরে থেকে রঙ করা হয় , সেই সব মাছ এর রং কিন্তু বেশি দিন থাকে না , তবে যে সমস্ত রঙ্গিং মাছ আমরা অ্যাকুরিয়ামে রেখে থাকি তার ৯৯ শতাংশই স্বাভাবিক রং ।বেসিরভাগ সময়ই দেখা যায় আপনি অ্যাকুরিয়ামের মধ্যে যে রঙ্গিং মাছ গুলি রেখেছেন তার রঙ ফেড বা হালকা হয়ে যাচ্ছে । মাছ গুলি আর দেখতে ভালো লাগছে না । আপনার পছন্দের মাছ গুলি যাতে এমন না হয় তার জন্য কিছু ব্যাবস্থা গ্রহন করতে হয় । এই নিয়ম গুলি মেনে চললে আপনার অ্যাকুরিয়ামের মাছ গুলি রং ভালো থাকবে এবং আরো বাড়বে । ১) আলো ( light ) ঃ মাছের রং ভালো রাখার জন্য আলো সব থেকে গুরুত্বপূর্ণ । অ্যাকুরিয়ামে আলো র পরিমান কম থাকলে মাছের রং ফেড হয়ে যাবেই যাবে