আকুয়ারিয়ামের মাছের রোগ / অসুখ চেনার উপায় ( fish disease )
আপনি যদি আকুয়ারিয়ামে মাছ পুষতে চান , আপনার মাছেদের ভালো রাখতে চান , তাহলে আপনাকে মাছেদের রোগ সম্বন্ধে ভালোভাবে জানতে হবে । না হলে দেখবেন মাছ মারা যাচ্ছে এবং এই ভাবে কিছুদিন চলার পরে আপনার মাছ পোষার শখটি নষ্ট হয়ে যাবে । তাই আকুয়ারিয়ামে মাছ মাছ রাখতে হলে মাছের অসুখ সম্বন্ধে ভালো ধারনা থাকা অত্যন্ত প্রয়োজন । প্রথমেই বলি , আকুয়ারিয়ামে যত মাছ মারা যায় ,তার বেশীরভাগটাই মারা যায় আকুরিয়ামের জল খারাপ হবার কারনে । প্রথমে আকুরিয়ামের জল খারাপ হয় ,তারপরে ওই জলে থাকা মাছেদের ইনফেক্সান হয় । তাই আকুরিয়ামের জল ভালো রাখাটা খুব জরুরী । এখন দেখে নেওয়া যাক মাছের অসুখ চিনবেন কিভাবে ? যেহেতু এখনো পর্যন্ত মাছের রোগ নির্ণয়ের জন্য তেমন কোন উন্নত যন্ত্রপাতি পাতি পাওয়া যায় না তাই মাছ এর রোগ বা অসুখ চেনার জন্য আমাদের চোখই ভরসা । আকুরিয়ামের মাছ যদি জলের মধ্যে স্বচ্ছন্দে ঘোরাফেরা না করে বা তাদের আচরনের মধ্যে কোন রকম অস্বাভাবিকতা দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে মাছটি বা মাছগুলি ওই আকুরিয়ামের মধ্যে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ পাচ্ছে না বা মাছ গুলি অসুস্থ হয়ে পড়ে...