Posts

Showing posts with the label মাছ রাখার পদ্ধতি

ছেলে মাছ এবং মেয়ে মাছ

অ্যাকুরিয়ামের মাছ জোড়ায় জোড়ায় রাখাই ভালো অর্থাৎ একটি ছেলে মাছ এবং একটি মেয়ে মাছ। এর ফলে আপনি আপনার অ্যাকুরিয়ামে যে জাতের মাছই রাখুন না কেন মাছ গুলি অনেক চনমনে থাকে । অ্যাকুরিয়ামের মাছ জোড়ায় জোড়ায় রাখার সুবিধা গুলি হল ঃ   ১) মাছ অনেক সতেজ ভাবে অ্যাকুরিয়ামের মধ্যে চলাচল করে । একটি মাছ ছাড়লে দেখবেন মাছ টি বেশ মন মরা হয়ে আছে । এটা ভালো ভাবে বুঝতে পারবেন টাইগার সার্ক রাখলে । এই জাতের মাছ ১টি রাখলে দেখবেন মাছ টি অ্যাকুরিয়ামের এককোণে  বাএকদম নিচে বসে থাকছে , কিন্তু যেই আপনি আরো একটি মাছ এনে ছেড়ে দেবেন কিছুক্ষন পরে থেকেই দেখবেন  ২ টি মাছই একসঙ্গে মনের আনন্দে অ্যাকুরিয়ামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে । ২) মাছের মেজাজ  ঠিক থাকে । জোড়া করে মাছ রাখলে অন্য মাছেদের আক্রমন সাধারনত করে না ।  নিজেদের মধ্যে খেলা করে । ৩) কিছু জাতের মাছ আছে যাদের একটি মাছ রাখলে অন্য মাছেদের লেজ ঠুকরে দেয় কিন্তু জোড়া রাখলে শান্ত ভদ্র ভাবে অন্য মাছেদের সঙ্গে  মিলেমিশে থাকে । যেমন লোচ জাতের মাছ , রেড টেল সার্ক , রেইনবো সার্ক , ইত্যাদি । ৪) যে সমস্ত মাছ বেশ কয়েক  বছর বেঁচে থাকতে পারে , যেমন এঞ্জেল জাতের মাছ , গোরামি জা