হোয়াইট মলি ( white molly )
পোয়েহোয়াইট সিলিড এই মাছ মলি মাছেরই একটি জাত এই মাছের রং উজ্জল সাদা , দুধের মতো । সব রঙের মধ্যে এই মাছের উজ্জল সাদা রং আপনার অ্যাকুরিয়ামের আকর্ষণ বহু গুন বাড়িয়ে দেবে। শক্ত পোক্ত এইমলি মাছ যারা নতুন মাছ পুষছেন তাদের কাছে প্রথম পছন্দের । হোয়াইট মলির প্রাপ্তি স্থান ( origins ) ? এই মাছ বুনো মলি মাছের ই একটি রুপান্তরিত রং । এই রঙের মলি প্রকৃতি তে পাওয়া যায় না । এই রঙের মলি হাইব্রিডাইজেসান পদ্ধতি তে তৈয়ারি করা হয়েছে। বর্তমানে এই মাছ খুব ই সহজ লভ্য ,যে কোন অ্যাকুরিয়ামের দোকানেই পাওয়া যায় এবং দামও সস্তা। হোয়াইট মলি কত বড় হয় ( size ) ? এইমাছ সাধারনত ৩.৫ ইঞ্চি পর্যন্ত হয় কিন্তু আমি আমার কাছে এই মাছকে ৪ ইঞ্চি পর্যন্ত হতে অনেকবার দেখেছি । হোয়াইট মলি মাছের স্বভাব এবং প্রকৃতি কেমন হয় ( habit and nature ) ? এই মাছের স্বভাব চঞ্চল , সারা দিন ধরে ব্যাস্ত ভাবে সমস্ত জায়গায় ঘুরে বেরায়। এই মাছ কখনো একটি রাখবেন না , বিশেষ করে ছেলে মাছ । একটি ছেলে মাছ রাখলে আক্রমণাত্মক হয়ে ওঠে। সব চেয়ে ভালো ১ ছেলে মাছের সঙ্গে ৩ টি মেয়ে মাছ রাখা। তাহলে মারামারির সম্ভাবনা প্রায় থা...