মলি মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ? compatible with molly fish
অনেকেই জানতে চান যে মলি মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় ? পৃথিবীতে এত রকমের মলি মাছ পাওয়া যায় যে , আমার মনে হয় শুধু মলি মাছ দিয়েই সহজেই একটি অ্যাকুরিয়াম সাজিয়ে ফেলা সম্ভব । এত রকমের রঙ এর মাছ আর কোন প্রজাতির মধ্যে বোধ হয় আর দেখতে পাওয়া যায় না । যারা অ্যাকুরিয়ামে শুধু মলি জাতের মাছ না রেখে , মলি মাছের সঙ্গে অন্যান্য প্রজাতির মাছ রাখতে চান , তাদের জন্য নিচে একটি মাছের তালিকা দিলাম , যে মাছ গুলি আপনি সহজেই আপনার মলি মাছের সঙ্গে রাখতে পারবেন । ১) প্লাটি জাতের মাছ ২) সোর্ড টেল জাতের মাছ ৩) গোরামি জাতের মাছ ৪) বার্ব জাতের মাছ ৫) ক্যাট ফিশ জাতের মাছ ৬) লোচ জাতের মাছ ৭) এক দম ছোট জাতের টেট্রা ছাড়া যে কোন টেট্রা জাতের মাছ । ৮) রেইনবো জাতের মাছ । ৯) মোনো অ্যাঞ্জেল । ১০) আরগাস । ১১) ফেদার ফিন । ১২) সার্ক জাতের মাছ ।