মলি মাছ কিভাবে বাঁচিয়ে রাখা যায়
অ্যাকুরিয়াম জগতে সব চেয়ে বেশি জনপ্রিয় যতগুলি জাতের মাছ আছে , তার মধ্যে মলি মাছ অন্যতম । মলি মাছের নাম শোনেননি এমন লোক খুব কষ্ট করেও বোধ হয় খুঁজে পাওয়া যাবেনা । নতুন অ্যাকুরিয়াম করার সময় সবার আগে এই মাছ টির নাম আমাদের মনে আসে । এই জাতের মাছ খুব প্রতিকূল অবস্থাতেও বেঁচে থাকতে পারে , তাই অ্যাকুরিয়ামে মাছ পোষার সময় সবার আগে মলি মাছের নাম মনে পড়ে । অনেকেই বলে থাকেন যে মলি মাছ মরে যাচ্ছে , ২ / ৪ দিন পরে মাছ গুলি মারা যাচ্ছে , কি করব ? এখন দেখে নেওয়া যাক কি কি কারনে মলি মাছ মরে যাচ্ছে আর কি কি করলে এই মাছ ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় । ১) ভালো গুনমানের মাছ ঃ বর্তমানে যে সমস্ত মলি মাছ গুলি কিনতে পাওয়া যায় তার বেশীরভাগটাই পুকুরে চাষ করা । পুকুরে চাষ করা মলি মাছ গুলি দামে সস্তা হলেও এই মাছ গুলি অ্যাকুরিয়ামে মারা যাবার সম্ভাবনা ৮০ থেকে ৯০ শতাংশ । পুকুরের মাছ গুলি অ্যাকুরিয়ামে রাখার পর মারা যাবার যে সমস্ত কারন গুলি হয় সেগুলি হল , প্রথমত ৯৯ শতাংশ পুকুরের জল খুব সফট হয়ে থাকে , কিন্তু আমরা অ্যাকুরিয়ামে অতটা সফট জল ব্যাবহার করি না কারন আমরা আ্যকুরিয়ামে যে জল ব্যবহার...