অ্যাকুরিয়াম ফিল্টার ( aquarium filter )
অ্যাকুরিয়ামে মাছ ভালো ভাবে রাখতে হলে , যে জিনিস টি সবার আগে প্রয়োজন সেটি হল একটি ফিল্টার । এই ফিল্টার টি কে অ্যাকুরিয়ামের লাইফ লাইন ও বলা যায় । অ্যাকুরিয়ামের মাছের ভালো থাকা , সুস্থ থাকা , বৃদ্ধি হওয়া এর সমস্ত টাই নির্ভর করে অ্যাকুরিয়ামের ফিল্টারের উপর । একটি অ্যাকুরিয়াম ফিল্টার দুই ধরনের কাজ করে , প্রথমত অ্যাকুরিয়ামের জল পরিস্কার রাখে দ্বিতীয়ত জলে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে । এখন দেখে নেওয়া যাক অ্যাকুরিয়ামের ফিল্টার কত ধরনের হয় । আন্ডার গ্র্যাভেল ফিল্টার বা গ্রাউন্ড ফিল্টার ঃ অ্যাকুরিয়ামের প্রথম দিকে এই ফিল্টার আবিস্কার হয় , খুবই কার্যকর এই ফিল্টার , অ্যাকুরিয়ামের আদি কাল থেকে বর্তমান যুগেও এই ফিল্টার সমান জনপ্রিয় । এই ফিল্টার অ্যাকুরিয়ামের নিচে পাততে হয় , এবং এর উপরে গ্র্যাভেলস চাপা দিতে হয় তাই এই ফিল্টারের নাম আন্ডার গ্র্যাভেলস ফিল্টার আন্ডার গ্র্যাভেলস ফিল্টারের সুবিধা এবং অসুবিধা গুলি কি কি ? ( advantage & disadvantage of under gravel filter ...