Posts

Showing posts with the label ফাইটার মাছ ( fighter fish )

ফাইটার মাছ দিয়ে ঘরের শোভা বাড়ান ( fighter fish )

অ্যাকুরিয়ামের মাছের জগতে বিশেষ করে ফ্রেশ ওয়াটার মাছেদের মধ্যে একটি অন্যতম সুন্দর মাছের নাম হল ফাইটার মাছ , যে মাছটি বেটা ফিশ নামেও পরিচিত । অ্যাকুরিয়াম মাছেদের মধ্যে এই মাছের মত এত বিভিন্ন রঙের আর কোন মাছ দেখতে পাওয়া যায় না । এই মাছের এত ভালো ভালো রঙ হয় ,যে  কোন মানুষ ই এই মাছ দেখে মুগ্ধ হয়ে যায় । অনেকেই চায় অ্যাকুরিয়ামটি শুধু এই মাছ দিয়েই ভর্তি করে রাখতে কিন্তু দুর্ভাগ্য বশত এই মাছ এক সঙ্গে ১ টি র বেশি ছেলে মাছ একসঙ্গে রাখা যায় না , ফাইটার মাছের মেয়ে মাছ যদিয়ো এক সঙ্গে অনেক গুলি রাখা যায় কিন্তু মেয়ে ফাইটার মাছ দেখতে ছেলে ফাইটার মাছের তুলনায় ভালো নয় । ফাইটার মাছ যেমন একসঙ্গে থাকে না তেমনি এই মাছের বিশেষ সুবিধা হল এই মাছ ভীষণ কষ্টসহিষ্ণু এবং  অ্যাকুরিয়ামের যত ধরনের মাছ পাওয়া যায় ,তার মধ্যে এই ফাইটার মাছ সব থেকে ছোট জায়গায় ভালো ভাবে রাখা যায় । সেই কারনে  যাদের বাড়িতে অ্যাকুরিয়াম রাখার জায়গা নেই তারা একটি ছোট কাচের শিশি বা বোতলে বা কাঁচের ছোট গোল জারে এই মাছ ভালো ভাবে পুষতে পারেন । যেহেতু এই ম্মাছ ছোট যায়গায় রাখা যায় তাই এই মাছ আপনি ঘরের যে কোন যায়গায় বসিয়ে সহজেই ঘরের শোভা...