ফাইটার মাছের বাচ্চা তোলার উপায়
ফাইটার মাছের বাচ্চা করা খুবই সহজ । অল্প কিছু নিয়ম এবং পদ্ধতি মেনে চললেই এই মাছের বাচ্চা করা যায় । তবে একটি মাত্র ছেলে মাছ এবং একটি মাত্র মেয়ে মাছ নিয়ে এই মাছের বাচ্চা করা অনেকটাই সময় সাপেক্ষ । অনেক সময় দেখা যায় মাত্র এক জোড়া মাছ নিয়ে বাচ্চা তুলতে গিয়ে ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লেগে যায় , বা কখনো বা সম্ভবই হয় না । এর কারন হল সব ছেলে ফাইটার মাছ বা সব মেয়ে ফাইটার মাছ ডিম পাড়ানোর উপযুক্ত হয় না । এছাড়া এই প্রজাতির মাছেদের মধ্যে ছেলে মাছেদের মেয়ে মাছ পছন্দ করার একটা ব্যাপার আছে । সব ছেলে মাছেদের সব মেয়ে মাছ পছন্দ হয় না । ছেলে মাছেদের মেয়ে মাছ পছন্দ না করিয়ে ডিম পাড়ানোর জন্য একসাথে করলে বেশিরভাগ সময়েই ছেলে মাছটা মেয়ে মাছ টিকে মেরে ফেলে । তাই ফাইটার মাছের ডিম পাড়ানোর জন্য কমপক্ষে ২ টি ছেলে মাছ এবং ৪/৫ টি মেয়ে মাছ প্রয়োজন । ফাইটার মাছের ডিম পাড়াবার জন্য মাছের উপযুক্ত বয়স হল ৬ থেকে ৮ মাস । ১) প্রথমে ছেলে মাছ গুলি কে আলাদা করে রাখুন মেয়ে মাছ গুলিকে একসঙ্গে রাখতে পারেন , কারন মেয়ে ফাইটার মাছ একসঙ্গে থাকতে পারে । . ছেলে এবং মেয়ে ফাইটার মাছ সবাইকেই আলাদা ভাবে ...