Posts

Showing posts with the label প্ল্যান্টেড অ্যাকুরিয়াম

অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ পচে যায় কেন ?

Image
অ্যাকুরিয়ামে যারা মাছ পোষেন তাদের কাছে অ্যাকুরিয়ামের ভিতরে জ্যান্ত গাছ পচে যাওয়াটা একটি মস্ত বড় সমস্যা । আমি আমার অন্য লেখাতে লিখেছিলাম , যে অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ রাখাটা কতটা জরুরী । অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ থাকলে মাছের নানাবিধ সুবিধা হয় । অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে , অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ লাগাবার কিছুদিনের মধ্যেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ পচে যাচ্ছে কেন ? তাদের জন্য এই লেখা । ভালো করে জেনে নিন অ্যাকুরিয়ামের মধ্যেকার জ্যান্ত গাছ গুলি পচে যাবার কারনগুলি । ১) অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত গাছ ভালো রাখতে হলে  অ্যাকুরিয়ামের নিচে যে গ্র্যাভেলস বেড , স্যান্ড বেড , অ্যাকুরিয়াম সয়েল বেড বা মিক্সড বেড যাই ব্যাবহার করুননা কেন , সেই বেড যেন কমপক্ষে ১.৫ ইঞ্চি মোটা হয় । এর থেকে পাতলা বেড দিলে  গাছের শক্ত হয়ে বসতে অসুবিধা হয় । জ্যান্ত গাছ শক্ত হয়ে স্থির হয়ে বসতে না পারলে গাছ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকে যায় । ২) অ্যাকুরিয়ামের মধ্যে অ্যামোনিয়া বা নাইট্রোজেনের পরিমান বেড়ে গেলে গাছ পচে যেতে পারে ।  ৩) উপযুক্ত আলোর অভাবে গাছ পচে যেতে পারে । জ্যান্ত

কম খরচে প্ল্যানটেড অ্যাকুরিয়াম কিভাবে করবেন

  সাধারনত একটি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করার খরচ অনেক এবং কষ্টসাধ্য । হ্যাঁ এটা ঠিক যে কম পয়সায় যে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করা যায় তাতে বেশ কিছু ধরনের ঘাস বা মস বা বেশ কিছু ধরনের গাছ রাখা হয়ত যাবে না কিন্তু সহজে এবং খুবই কম পয়সায় যে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করা যাবে সেটি ও দেখতে কিন্তু খুব ই সুন্দর হবে এবং ওই অ্যাকুরিয়াম মেন টেন করা সহজ এবং অনেক কম খরচে করা যাবে ।  এখন দেখে নেওয়া যাক এই অ্যাকুরিয়ামটি তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে । ১) কিছু পরিমান পাথর , প্রতি ১ স্কোয়ার ফুট অ্যাকুরিয়ামে ৫ কে জি পাথর লাগবে । তবে এই অ্যাকুরিয়ামে মোজাইক এর পাথর বা কোন রং করা পাথর দেবেন না । যা পাথর ই দিন না কেন  ন্যাচারাল পাথর ব্যাবহার কবেন , লাল বালি চালুনি দিয়ে চেলে নিয়ে যে পাথর বার হবে তার থেকে একদম বড় গুলি বেছে ফেলে দিয়ে  , ওই পাথর আপনি ভালো ভাবেই ব্যাবহার করতে পারবেন । মনে রাখবেন এই অ্যাকুরিয়ামে কিন্তু কোন ভাবেই বালি বা খুব মিহি পাথর ব্যাবহার করবেন না । বালি দিলে গাছ বসানোর জন্য যে বেড টি অ্যাকুরিয়ামের তলায় তৈরি করতে হবে সেটি সলিড হয়ে যাবে । সলিড বেডে অ্যাকুরিয়ামের গাছ হয় না