টাইগার বার্ব ( বার্বাস টেট্রাজোনা )
টাইগার বার্ব এর প্রাপ্তিস্তান কোথায় ? এশিয়া মহাদেশের সুমাত্রা , ইন্দোনেশিয়া , জাভা , বোর্নিও , প্রভৃতি দেশের ঝর্না , জলাশয় , নদীতে এই মাছ দেখতে পাওয়া যায় । টাইগার বার্ব মাছ কতদিন বাঁচে ( life span) ? আমার অভিগ্যতা থেকে আমি এই মাছ চার বছর পোর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । টাইগার বার্ব কত প্রজাতির হয় ( SPECIES)? টাইগার বার্ব সাধারণত তিন প্রজাতির দেখতে পাওয়া যায় । লাল সাদা এবং সবুজ রং এর । টাইগার বার্ব কত বড় হয় ( SIZE)? এই মাছ তিন ইঞ্চি পর্যন্ত বড় হয় । টাইগার বার্ব এর স্বভাব চরিত্র কেমন হয় ? টাইগার বার্ব এর প্রকৃতি কেমন ? টাইগার বার্ব খুব ছট ফটে স্বভাবের হয় । সারাদিন ধরে অ্যাকরিয়াম এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক ঘুরে বেড়ায় । এই মাছ এক সঙ্গে আট দশটা রাখলে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় , দেখতে খুবই সুন্দর লাগে । প্লান্টেড আকুয়ারিয়ামে এই মাছ রাখা যায় । এই মাছ গাছ নষ্ট করে না । তবে মাছ সব ধরনের মাছেদের সঙ্গে রাখা যায় না , কারন এদের অন্য মাছের লেজ ঠোকরাবার স্বভাব আছে । এইমাছ এক সঙ্গে ৬ টির বেশি রাখলে সাধারনত ঠোকরায় না । ...