অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা কতটা জরুরী
অনেকেই জানতে চান অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা কতটা প্রয়োজন ? বা দরকার ? অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখা খুবই ভালো । কারন জ্যান্ত গাছ আপনার অ্যাকুরিয়ামের জলের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ক্ষতিকর পদার্থ , বিভিন্ন বিষাক্ত গ্যাস ইত্যাদি টেনে নিয়ে আপনার অ্যাকুরিয়ামের জলকে ভালো রাখতে সাহায্য করে । আপনি জানলে অবাক হবেন যে একটি জ্যান্ত গাছ অ্যাকুরিয়ামের জলকে যে পরিমান ভালো রাখতে পারে , একটি খুব ভালো মানের অ্যাকুরিয়াম ওয়াটার ফিল্টার ও সহজে তা করতে পারে না । অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ রাখার কি কি সুবিধা এবং অসুবিধা আছে ? সুবিধা গুলি হল ঃ ১) অ্যাকুরিয়ামের জল খুব ভালো থাকে । ২) অ্যাকুরিয়ামের জল খুব স্বচ্ছ থাকে । ৩)গরম কালে অ্যাকুরিয়ামের জল ঠাণ্ডা রাখে । ৪) এমন কিছু মাছ আছে যারা অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগালে খুব ভালো থাকে । যেমন টাইগার বার্ব , রোসি বার্ব , রেমি রোসি ,নিওন টেট্রা , ইত্যাদি এমন আরো অনেক মাছ আছে যাদের রঙ সব থেকে বেশি হয় যদি সেই অ্যাকুরিয়ামে জ্যান্ত গাছ লাগানো থাকে । ৫...