Posts

Showing posts with the label গোল্ড ফিশ

সহজে গোল্ড ফিশ মাছের বাচ্চা করার উপায় ( gold fish breeding )

আমরা অ্যাকুরিয়ামে যে সমস্ত মাছ পুষে থাকি তার মধ্যে গোল্ড ফিশ অন্যতম । অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ বেশ কিছু বছর বেঁচে থাকে , এই সময়কালে মেয়ে গোল্ড ফিশের পেটে ডিম আসে অনেকবার । মেয়ে গোল্ড ফিশ অনেক সময় ডিম ছাড়তে না পেরে  মারাও যায় । কয়েকটি পদ্ধতি মেনে অ্যাকুরিয়ামের মধ্যে গোল্ড ফিশের ডিম পাড়ানো সম্ভব এবং বাচ্চা ফোটানোও সম্ভব ।  যারা ব্যাবসায়িক ভিত্তিতে গোল্ড ফিশ মাছ চাষ করতে চান তারাও খুব ভালো ভাবে এই মাছের ডিম ফুটিয়ে মাছের বাচ্চা করে , সেইবাচ্চা বড় করে সহজেই লাভের মুখ দেখতে পারেন । যারা শখ করে গোল্ড ফিশের বাচ্চা ফোটাতে চান তারাও এই পদ্ধতিতে এই মাছের বাচ্চা করে খুব আনন্দ পেতে পারেন ।             গোল্ড ফিশ মাছের ডিম ফোটাবার জন্য তিনটি পদ্ধতি আছে । ১ম টি হল ইঞ্জেক্সান ব্রিডিং , এই পদ্ধতিতে   গোল্ড ফিশের ডিম পাড়াবার জন্য ছেলে মাছ টিকে মেল হরমোন এবং মেয়ে মাছ টিকে ফিমেল হরমোন পরিমান মতন ইঞ্জেক্সান করতে হয় । ২য় পদ্ধতি হল হান্ড ব্রিডিং , এই পদ্ধতিতে হাত দিয়ে চেপে চেপে মেয়ে গোল্ড ফিশ মাছের ডিম বের করতে হয় এবং হাত দিয়ে চেপে চেপে ছেলে গোল্ড ফিশে...

গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কার্প জাতের মাছ রাখা যায়

Image
বেশীর ভাগ মানুষ ই গোল্ড ফিশ এবং কার্প জাতের মাছের তফাৎ করতে পারেন না , কার্প জাতের মাছকে গোল্ড ফিশ জাতের মাছের সঙ্গে গুলিয়ে ফেলেন । বেশীর ভাগ মানুষ কার্প জাতের মাছ কে গোল্ড ফিশ জাতের মাছ মনে করে কিনে আনেন । আমার কাছে অনেকেই জানতে চান যে , কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ এক সঙ্গে অ্যাকুরিয়ামে রাখা যায় কি না ?           আমি আমার ৩০ বছরের অভিজ্ঞতায় দেখেছি এই দুই প্রজাতির মাছ কিছু কিছু সময় একসঙ্গে রাখা যায় আবার অনেক ক্ষেত্রে অসুবিধা জনক হয়ে ওঠে । এর প্রধান কারন হল কার্প মাছ গোল্ড ফিশের থেকে অনেক বেশী শক্তিশালী হয় এবং কার্প মাছের বৃদ্ধি গোল্ড ফিশের থেকে অনেক তাড়া তাড়ি হয় । তাই আপনি যদি আপনার অ্যাকুরিয়ামে কার্প জাতের মাছ এবং গোল্ড ফিশ জাতের মাছ সমান  সাইজেরও ছাড়েন , তা হলেও কিছুদিন পরে দেখবেন যে কার্প জাতের মাছ গুলি গোল্ড ফিশ জাতের মাছ গুলির তুলনায় অনেকটাই বেশি বড় হয়ে গেছে । আমরা জানি যে অ্যাকুরিয়ামে রাখা মাছ গুলির মধ্যে যদি সাইজের সমতা না থাকে তাহলে অ্যাকুরিয়ামের বড় মাছ গুলি খাবার বেশি খেয়ে নেবে , তুলনায় ছোট সাইজের মাছ গুলি খাবার পরিমান মতন না ...

গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ ভালো ভাবে রাখা যায় ?

 অ্যাকুরিয়ামে  পোষার জন্য যত রকমের মাছ সহজেই  পাওয়া যায় , তার মধ্যে সব থেকে জনপ্রিয় মাছ হল গোল্ড ফিশ । এই মাছ অনেক ধরনের এবং  সাদা , লাল , কালো , ছাপ ছাপ  প্রভৃতি রঙের পাওয়া যায় ।   অ্যাকুরিয়ামের  ভিতরে এই মাছের চলা ফেরা দেখতে এত সুন্দর লাগে যে অ্যাকুরিয়ামে মাছ পুষতে হলে প্রথমেই এই গোল্ড ফিশ মাছের কথাই সবার আগে মনে পরে । এমন  লোক খুজে পাওয়া খুব কঠিন যে আগে কখনো গোল্ড ফিশ মাছের নাম শোনেনি ।                                         সমিক্ষা করে দেখা গেছে যত জন ব্যাক্তি অ্যাকুরিয়ামে মাছ পোষেন বা মাছ পুষতে চান তাদের মধ্যে ৮০ শতাংশের ও বেশি জন মানুষ গোল্ড ফিশ মাছ রাখতে সব থেকে বেশী উৎসাহী । আবার তাদের মধ্যে বেশীরভাগ লোক শুধু গোল্ড ফিশ মাছ রেখে দিতে ভালো বাসেন না , তারা চান ওই গোল্ড ফিশ মাছের সঙ্গে আরো অন্যান্য জাতের মাছ রাখতে যাতে দেখতে বেশী ভালো লাগে । তবে এটা ঠিক যে শুধু গোল্ড ফিশ মাছ না রেখে  তার সঙ্গে অন্য জাতের কয়েকটি মাছ রাখল...