Posts

Showing posts with the label গোল জারে মাছ পোষা (fish keeping at fish bowel )

Fish bowl/গোল জার এ কি কি মাছ রাখা যায় ? ( fish keeping at fish bowel )

যাদের ঘরে অ্যাকুরিয়াম রাখার মত যায়গা নেই , অথচ ঘরে র মধ্যে অনেকেই মাছ পুষতে খুবই আগ্রহী , কিন্তু দেখা যায় তাদের কোন ধারনাই নেই যে গোল জারে কি মাছ ভালো ভাবে রাখা যায় ,বা কি ভাবে মাছ রাখলে মাছ বেঁচে থাকবে ।   দোকানে  4ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি,এবং 12 ইঞ্চি সাইজের গোল জার কিনতে পাওয়া যায়। মনে রাখবেন সব সাইজের জারে কিন্তু সব মাছ বাঁচবে না  মনে রাখবেন 4 ইঞ্চিএবং 6 ইঞ্চি সাইজের জারের ভিতরে বেটা ফিশ ছাড়া অন্য কোন রকম মাছ বাঁচবে না। এখন দেখে নেওয়া যাক ফিশ বোলে বা গোল জারে কি কি মাছ রাখা যায় । গোল্ড ফিশ ঃ  প্রথমেই আলোচনা করব সেই মাছ টিকে নিয়ে , যে মাছটি রাখার জন্য সবাই সব থেকে বেশি উৎসাহী , সেই মাছ টির নাম হল গোল্ড ফিশ । গোল জারে গোল্ড ফিশ রাখলে সব চেয়ে বেশি সুন্দর দেখতে লাগে , কিন্তু বেশিরভাগ লোকই গোল জারে র মধ্যে গোল্ড ফিশ বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেন না । গোল্ড ফিশ গোলগাল চেহারার মোটাসোটা গড়নের মাছ  । এই মাছের থাকার জন্য জায়গা এবং অক্সিজেন বেশি লাগে । এই মাছ খেতেও খুব  ভালো বাসে সেই কারনে  , এই মাছ রাখলে জল তাড়াতাড়ি খারাপ হয়ে যাবার ...