গোরামি মাছ অন্য মাছকে মারে কেন ?
এমনিতে গোরামি মাছ খুব শান্ত স্বভাবের মাছ , এরা যে সমস্ত মাছ গুলির সঙ্গে শান্ত ভাবে মানিয়ে নিয়ে থাকতে পারে সেই সমস্ত মাছ গুলির সঙ্গে ভালোভাবেই থাকে , কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হটাত করে এই মাছ গুলি অন্য মাছ গুলিকে ঠোকরাতে শুরু করেছে । কিছু কারনের জন্য এটা হয় , কারন গুলি হল ঃ ১) যদি এই মাছের জোড়া টি মরে গিয়ে থাকে বিশেষ করে ফিমেল মাছটি । ২) যদি অ্যাকুরিয়ামের জল খারাপ হয়ে গিয়ে থাকে । ৩) যদি অ্যাকুরিয়ামের মধ্যে কোন মাছ অসুস্থ হয়ে থাকে । যদি আপনি দেখেন যে আপনার অ্যাকুরামের মধ্যে কোন মাছ অসুস্থ হয়ে পড়েছে তাহলে স্বত্বর ওই অসুস্থ মাছটিকে আপনার অ্যাকুরিয়াম থেকে সরিয়ে ফেলবেন । না হলে বহু বার আমি লক্ষ্য করেছি একবার যদি গোরামি মাছ ঠোকরাতে সুরু করে তাহলে সহজে থামতে চায় না । আর গোরামি মাছের স্বভাব ই হল কোন মাছ অসুস্থ হলেই তাকে কামড়াতে সুরু করে । ৪)যদি দুটি মেল অর্থাৎ পুরুষ মাছ হয়ে থাকে । আপনি এক সঙ্গে অনেক গুলি গোরামি মাছ রাখতে পারেন কিন্তু ছেলে এবং মেয়ে মাছের অনুপাত সমান রাখবেন অথবা মেয়ে মাছের সংখ্যা বেসি রাখবেন। এই জাতের ছেলে মাছ গুলি মেয়ে মাছ গুলির তুলনায় বেশী সুন্...