Posts

Showing posts with the label গাপ্পি ( guppies )

গাপ্পি মাছের লেজ বড় করবেন কিভাবে ( maintain guppies tail )

   সুন্দর দেখতে রংচঙে এই মাছটির   রঙ্গিন মাছের জগতে খুব কদর আছে । গাপ্পি মাছের লেজ এত সুন্দর যে এই মাছ প্রজাপতির সঙ্গে তুলনা করা হয় । অনেক   মানুষ আছেন যারা গাপ্পি মাছ খুব ভালোবাসেন এবং বিভিন্ন জায়গা থেকে গাপ্পি মাছ সংগ্রহ করে আনেন কিন্তু অনেক সময় দেখা যায় গাপ্পি মাছের লেজ ফেটে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে । গাপ্পি মাছের লেজ যদি ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগেনা , তাই এই মাছ পোষার সময় কিছু নিয়ম যদি মেনে চলা যায় ,তাহলে  এই মাছ খুব সুন্দর ভাবে রাখা যাবে ।  ১) গাপ্পি মাছ খুব ছোট সাইজের শান্ত মাছ , এই মাছের সঙ্গে কোন বড় মাছ রাখবেন না । ২) গাপ্পি মাছের লেজ এ কামড়াতে পারে এমন জাতের মাছ  একসাথে রাখবেন না  । যেমন টাইগার বার্ব , উইডো টেট্রা, বুয়েনার্স টেট্রা , রেড আই টেট্রা ইত্যাদি । সব থেকে ভালো হয় যদি এই জাতের মাছ শুধু রাখা হয় , তাহলে গাপ্পি মাছের লেজ ছিঁড়ে যাবার কোন ভয় থাকবে না । ৩) এই মাছের অ্যাকুরিয়ামে কোন প্লাস্টিকের গাছ রাখবেন না ।  প্লাস্টিকের গাছের গায়ে লেগে মাছের লেজ ছিঁড়ে যাবে  ৪) ...