Posts

Showing posts with the label ক্রোকোডাইল ( sucker mouth cat fish )

ক্রোকোডাইল মাছ অ্যাকুরিয়ামে রাখা হয় কেন ( activity of sucker mouth cat fish ) ?

 ক্রোকোডাইল মাছ দেখতে খুব একটা ভালো না হলেও অ্যাকুরিয়ামে এই মাছ খুব গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে থাকে । আমাদের পরিবেশে কাক , চিল , শকুনের যে ভুমিকা আছে  এই মাছেরও ঠিক তেমনি ভুমিকা আছে । কাক , চিল শকুন কে ঝাড়ুদার পাখি বলা হয় , তার কারন হল এই সব পাখিরা আমাদের পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে নিয়ে পরিবেশ কে ভালো রাখতে ভীষণ রকম সাহায্য করে । ঠিক তেমনি ক্রোকোডাইল মাছও অ্যাকুরিয়ামের ময়লা খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের পরিবেশকে ভালো রাখতে খুবই সাহায্য করে । দেখে নেওয়া যাক ক্রোকোডাইল মাছ ঠিক কিভাবে অ্যাকুরিয়ামের জল কে ভালো রাখতে সাহায্য করে । প্রথমেই আলোচনা করব এই মাছের খাদ্য খাবার নিয়ে । যারা অ্যাকুরিয়ামের মাছ পুষে থাকেন , তাদের প্রায় প্রত্যেকেই জানেন যে এই মাছ অন্য মাছের পায়খানা খেয়ে নিয়ে অ্যাকুরিয়ামের জল পরিস্কার রাখে । এই তথ্য ঠিক আবার পুরোটাও ঠিক নয় , কারন আমরা ভাবি এই মাছ অন্য মাছের পায়খানা খেয়ে নেয় , কিন্তু না , এই মাছ সব সময় মাছের পায়খানা খায় না । বলতে গেলে বেশির ভাগ সময় ই খায় না । তাহলে প্রশ্ন হল কখন পায়খানা খায় বা কেন খায় ? অ্যাকুরিয়ামে আমরা অন্যান্য যে সমস্ত মাছগুলি রাখি সেই সব মাছের সাইজ এবং