কিসিং মাছ কিস করে কেন ( kissing gouramies kissing behaviour indicate )
কিসিং গোরামি , নামেই বোঝা যায় এই গোরামি কিস করে । গোরামি জাতের মাছেদের মধ্যে এক মাত্র এই মাছটিই কিস করে বলে এই মাছের নামই হয়ে গেছে কিসিং গোরামি । অনেকেই আছেন যারা শুধু মাত্র মাছের কিস করা দেখার জন্যই এই মাছ অ্যাকুরিয়ামে পুষে থাকেন কিন্তু মাছ নিয়ে অনেকেরই অভিযোগ করেন যে , এই মাছ দীর্ঘদিন ধরে অ্যাকুরিয়ামে আছে কিন্তু কিস করছে না । দীর্ঘদিন ধরে অ্যাকুরিয়ামে কিসিং গোরামি রাখার পরেও যখন তারা দেখেন যে এই মাছ কিস করছে না , তারা ভেবে বসেন মাছ দুটির মধ্যে হয়তো দুটি মাছই ছেলে মাছ বা মেয়ে মাছ হয়ে গেছে , তাই হয়তো কিস করছে না । প্রথমে দেখে নেওয়া যাক কিসিং গোরামি কখন কিস করে বা কেন কিস করে ? কিসি ং গোরামি বিভিন্ন কারনে নিজেদের মধ্যে ঠোঁটে ঠোঁট লাগিয়ে অল্প থেকে দীর্ঘ সময় পর্যন্ত কিস করে থাকে । এই কিস করার সময় কাল ২০/ ৩০ সেকেন্ড থেকে ৮ / ১০ মিনিট পর্যন্ত হতে দেখেছি । ১ ) কিসিং গোরামি মাছ নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করে । দুটি মাছ ঠোঁটে লাগিয়ে এক জন অন্য জনের দিকে ঠেলতে থাকে...