অ্যাকুরিয়ামের জল কিভাবে পরিস্কার রাখা যায় ?
যত জন মানুষ অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের সকলকেই এই অসুবিধার মুখে পড়তে হয় যে , অ্যাকুরিয়ামের জল খুব তাড়াতাড়ি ঘোলা হয়ে যাচ্ছে বা গন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকুরিয়ামের জল ঘোলা বা গন্ধ হয়ে গেলে অ্যাকুরিয়ামটি দেখতেও খারাপ লাগে আবার জল না পাল্টালে মাছও মারা যায় । যত জন অ্যাকুরিয়াম রেখেছেন তাদের প্রায় সকলকেই কোন না কোন সময় অ্যাকুরিয়ামের জলের সমস্যার মুখে পড়তে হয় । দেখে নেওয়া যাক কি কি কারনে অ্যাকুরিয়ামের জল ঘোলা হয়ে যায় বা গন্ধ হয়ে যায় । ১)যদি আপনার অ্যাকুরিয়ামের ফিল্টার ঠিকমত কাজ না করে ( জেনে রাখুন একটি ফিল্টার চালু অবস্থায় কাজ শুরু করতে অন্তত ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে । এই সময়ের মধ্যে ফিল্টার টি অ্যাকুরিয়ামের বাইরে বের করা বা ধোয়া যাবেনা । ২) যদি অ্যাকুরিয়ামের অনুপাতে মাছ বেশি থাকে । ৩) অ্যাকুরিয়ামে যদি খাবার দেওয়া বেশি হয়ে যায় । ৪) অ্যাকুরিয়ামে মাছের তুলনায় যদি কম ক্ষমতা সম্পন্ন ফিল্টার লাগান হয়ে থাকে । ৫) অ্যাকুরিয়ামে যদি অক্সিজেনের মাত্রা কম থাকে । ৬) অ্যাকুরিয়ামের অনুপাতে যদি বড় সাইজের মাছ রাখা হয় । ৭)অ্যাকুরিয়ামে যদি ঠিকমত আলো জ্...