অ্যাকুরিয়াম দিয়ে ভাগ্য পরিবর্তন করুন ( aquarium setup angle ) ।
বর্তমানে আমাদের জীবনে অ্যাকুরিয়াম একটি আসবাব পত্রের মত স্থান করে নিয়েছে । বিভিন্ন জিনিস পত্র দিয়ে আমরা আমাদের ঘর সাজিয়ে থাকি , যাতে আমাদের ঘর দেখতে খুব সুন্দর লাগে এবং ঘরে ঢুকলে মন ভালো হয়ে যায় । এই মন আরো ভালো হয়ে যায় যদি ঘরের মধ্যে একটি সুন্দর অ্যাকুরিয়াম বসানো থাকে । আপনি আপনার ঘরে যে ফার্নিচারই রাখুন না কেন একটি অ্যাকুরিয়াম আপনার ঘরের শোভা হাজার গুন বাড়িয়ে দেবে , তাই এখন প্রায় প্রতি বাড়িতেই অ্যাকুরিয়াম রাখার রেওয়াজ এসেছে । শুধু দেখতে ভালো লাগাই নয় , একটি অ্যাকুরিয়াম ঘরের মধ্যে বসিয়ে খুব সহজেই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন । অ্যাকুরিয়াম রেখে আপনি আপনার অভীষ্ট কামনা পুরন করতে ঘরের মধ্যে সঠিক দিকে অ্যাকুরিয়ামটি রাখুন । চাইনিজ ফেংসুই মতে , ঘরের এক একটি দিক আপ নার এক একটি মনস্কামনা পূরন করতে সক্ষম , যদি সেই দিকে একটি অ্যাকুরিয়াম রেখে তার মধ্যে রঙ্গিং মাছ রাখা যায় । জেনে নিন কোন দিকে অ্যাকুরিয়াম বসালে কি কি মনস্কামনা সহজেই পূরন হয় ঃ ১) পূর্ব দিক ( east ) ঃ এই দিকে অ্যাকুরিয়াম রাখলে , পরিবারে শান্তি থাকে , পরিবারের সদস্যদের সক...