অস্কার মাছ ( oscar ) astronotus ocellatus .
অস্কার মাছের প্রাপ্তিস্থান ( origins ) ঃ দক্ষিণ আমেরিকার আমাজন নদী , প্যারাগুয়ের নদী গুলিতে এবং গুয়েনার নদি অঞ্চলে এই মাছ দেখতে পাওয়া যায় । অস্কার মাছ কত দিন বাঁচে ( lifespan ) ? অস্কার মাছ সাধারনত ৬ থেকে ৮ বৎসর পর্যন্ত বাঁচে , তবে ভালো ভাবে রাখলে অর্থাৎ এই মাছের উপযুক্ত পরিমান জায়গা এবং ভালো ফিল্টার ব্যাবহার করা হলে , এই মাছ কে আমি ১২ বৎসর পর্যন্ত বেঁচে থাকতে দেখেছি । অস্কার মাছ কত ধরনের হয় ? অস্কার কত রকমের পাওয়া যায় ? ( species ) বর্তমানে হাইব্রিডাইজেসান পদ্ধতির মাধ্যমে বেশ কয়েকটি নতুন নতুন রঙের অস্কার মাছের সৃষ্টি হয়েছে । ১) ব্ল্যাক অস্কার , ২) অ্যালবিনো অস্কার ( চোখ লাল সাদা অস্কার ) , ৩) ব্ল্যাক টাইগার অস্কার , ৪) রেড টাইগার অস্কার , ৫) কপার অস্কার ,৬) ম্যাংগো অস্কার , ৭) ফায়ার রেড অস্কার , ৮) রেড চিলি অস্কার , ৯) ভেইল টেল অস্কার ইত্যাদি । অস্কার মাছের সাইজ কত বড় হয় ( size ) ? এই মাছ ১৫ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে । অস্কার মাছের স্বভাব চরিত্র কেমন হয় ? অস্কার মাছের প্রকৃতি কেমন হয় ? ( habi