শীত কালে মাছ বাড়েনা কেন?

এটা খুবই সত্য কথা যে শীতকালে মাছ একদম বাড়েনা বা বাড়লেও খুবই কম, কিন্তু কেন?

সারা বছর অ্যাকুয়ারিয়ামএ যে ভাবে মাছের যত্ন করা হয় অর্থাৎ যে খাবার খাওয়ানো হয়,যে সমস্ত জলের ওষুধ ব্যাবহার করা হয়,যেভাবে জল বদল করা হয় ঠিক সেইভাবেই শীতকালে মাছের যত্ন করা হলেও মাছ একেবারেই বাড়তে চায় না। 

শীতকালে মাছএর না বাড়ার প্রধান কারণ হল জলের তাপমাত্রার প্রয়োজনের তুলনায় কম থাকা।আমি আগেও বলেছি সাধারণত অ্যাকুয়ারিয়াম এর মাছের জন্যে সব থেকে সুবিধা জনক তাপমাত্রা হল 26 ডিগ্রী সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা। শীতকালে যেহেতু জলের তাপমাত্রা 26 ডিগ্রী সেন্টিগ্রেড এর অনেক নিচে নেমে যায় তাই মাছের BMR অর্থাৎ বেসিক মেটাবোলিজম রেটও অনেক কমে যায়, BMR কমে যাবার জন্যে মাছের খাবার হজম করবার ক্ষমতা কমে যায়, হজম ক্ষমতা কমে যাবার কারনে মাছের খিদেও কমে যায়, মাছ অনেকটাই কম পরিমাণে খাবার খায় তাই বৃদ্ধিও কমে যায়। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন জলের তাপমাত্রা সঠিক থাকলে মাছ যতটা পরিমাণে খাবার খায়, জলের তাপমাত্রা প্রয়োজনীয় পরিমানের থেকে কমে গেলে মাছের খাবার খেতে অনীহা বোধ করে।আগে যে পরিমাণ খাবার দিলে 1 মিনিটের মধ্যে খেয়ে নিত,সেই পরিমাণ খাবার দিলে দেখবেন বেশ অনেকটাই খাবার পড়ে থাকবে । মনে রাখবেন মাছ 1 থেকে 2 মিনিটের মধ্যে যতটা খাবার খেতে পারবে ঠিক ততটাই খেতে দেবেন খাবার বেশিক্ষন পরে থাকলে কিন্তু   অ্যাকুয়ারিয়াম এর জল খারাপ হয়ে মাছ মারা যাবে।

অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে ওই অ্যাকুয়ারিয়াম এর জলের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়া গুলি নিস্তেজ হয়ে থাকে,এমনকি মারাও যেতে পারে,ফলে ওই অ্যাকুয়ারিয়াম এর মধ্যে চলতে থাকা নাইট্রোজেন চক্রটি ভেঙে যাবে আর নাইট্রোজেন চক্রটি ভেঙে গেলে জলের গুণমান খারাপ হয়ে যায়। অ্যাকুয়ারিয়াম এর জল খারাপ হলে মাছ খাবার খেতে চায় না।

অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে ওই অ্যাকুয়ারিয়াম এ একটি থার্মোস্ট্যাট হিটার ব্যাবহার করতে হবে। হিটার দিয়ে জলের তাপমাত্রা যদি প্রয়োজন মত রাখা যায় তাহলে ওই অ্যাকুয়ারিয়াম এ মাছের  স্বাভাবিক বৃদ্ধি ভালো ভাবেই বজায় থাকবে।


Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?