আকোয়ারিয়ামে মাছেদের খেতে দেবার নিয়ম
অ্যাকুয়ারিয়াম এর মাছেদের সঠিক নিয়মে খেতে না দেবার কারনে , অ্যাকুয়ারিয়াম এর জল ঘোলা হয়ে যায় এবং অনেক মাছ ও মারা যায়।
অ্যাকুয়ারিয়াম এর মাছেদের খেতে দেবার জন্য কয়েকটি নিয়ম আছে , যেগুলো মেনে চললে , আপনার অ্যাকুয়ারিয়াম এর মাছ সুস্থ থাকবে, বড় হবে এবং সাথে জল ও পরিষ্কার থাকবে।
1) মাছের পরিমাণ অনুযায়ী মাছকে খেতে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে যাতে খাবার পুরোটা শেষ হয়ে যায় সেদিকে লক্ষ রাখতে হবে। যদি 2 মিনিটের পরেও জলে খাবার থেকে যায়, তাহলে কিন্তু অ্যাকুয়ারিয়াম এর জল ঘোলা হয়ে যাবে এবং মাছও মারা যাবে। সেই দিনই না মারা গেলেও 2/ 4 দিন পরেও মারা যেতে পারে।
2) মাছের মুখের সাইজ অনুযায়ী মাছকে খেতে দেবার জন্য ফিশ ফুড প্যালেট এর সাইজ নির্বাচন করুন। এতে করে মাছগুলি খাবারের প্যালেট গুলি চট জলদি খেয়ে নিতে পারে। যদি আপনি মাছের মুখের আকারের চেয়ে বড় সাইজের প্যালেট খেতে দেন, তাহলে আপনার মাছ গুলিকে খাবারের প্যালেট গুলি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। বিভিন্ন খাবার এর প্যালেট গুলির নরম হবার সময়ও লাগে আলাদা। কোন কোন প্যালেট নরম হতে 3 থেকে 7 মিনিট পর্যন্ত সময় লাগে, এতক্ষণ জলে খাবার পরে থাকলে অ্যাকুয়ারিয়াম এর জল ঘোলা করে দেবে।
3) যে জাতের মাছ যে ধরনের খাবার খেতে পছন্দ করে, তাকে সেই ধরনের খাবার দিন। কোন কোন জাতের মাছ আছে যারা ভেজ অর্থাৎ নিরামিষ জাতীয় খাবার পছন্দ করে, আবার কোন কোন জাতের মাছ আছে যারা নিরামিষ খাবার খেতে একদম পছন্দ করে না ,তারা আবার আমিষ জাতীয় খাবার পছন্দ করে, যেমন বেটা ( ফাইটার ) ফিশ, আরোয়ানা ফিশ, অস্কার ফিশ, ফ্লাওয়ার হর্ন ফিশ ইত্যাদি আরো অনেক মাছ আছে যারা নিরামিষ খাবার একদম খেতে চায় না , এই সব মাছেদের যদি আপনি আমিষের বদলে নিরামিষ খাবার দেন ,তাহলে খিদের জ্বালায় একটু আধটু খাবার হয়তো খাবে , কিন্তু মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং রোগাক্রান্ত হয়ে যাবে। তাই মাছ পোষার সময় ভালো করে জেনে নিন , যে মাছ গুলি আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ রাখতে চলেছেন সেগুলি কি খায়। এমন অনেক জাতের মাছও আছে যারা আমিষ এবং নিরামিষ দুই ধরনের খাবারই স্বচ্ছন্দে খেতে পারে।
3) মাছকে খেতে দেবার সময় অ্যাকুয়ারিয়াম এর ফিল্টারগুলি বন্ধ করে রাখুন। মাছের খাবার খাওয়া শেষ হয়ে গেলে 10 মিনিট পরে ,ফিল্টার চালিয়ে দেবেন। ফিল্টার চালু অবস্থায় যদি মাছেদের খেতে দেন ,তাহলে খাবারের কনা ফিল্টারের ভিতরে ঢুকে যাবে, ওই খাবারের কনা পচে গিয়ে আপনার অ্যাকুয়ারিয়ামের জল দূষিত করে দেবে। মনে রাখবেন অ্যাকুয়ারিয়াম এর ফিল্টার জল পরিষ্কার রাখে ঠিকই, কিন্তু ফিল্টারের ভিতর খাবার এর কনা বা প্যালেট ঢুকে গেলে অ্যাকুয়ারিয়াম এর জল দূষিত হয়ে যেতে পারে।
4)মাছেদের দিনে 1 বার থেকে 3 বার পর্যন্ত খেতে দেওয়া যেতে পারে। নতুন অ্যাকুয়ারিয়াম সেট আপ হলে প্রথম 15 দিন , সারা দিনে 1 বার এর বেশি খেতে দেবেন না, অ্যাকুয়ারিয়াম এর জল খারাপ হয়ে যাবে, কারণ অ্যাকুয়ারিয়াম ফিল্টার টির ম্যাচুরেসান হয় না। অ্যাকুয়ারিয়াম এ একটি ফিল্টার লাগিয়ে দিলাম আর জল পরিষ্কার হয়ে গেলো এমন টি হয় না। একটি ফিল্টার ম্যাচিওর না হওয়া পর্যন্ত দিনে 1 বারের বেশি খেতে না দেওয়া সব থেকে ভালো।
Comments
Post a Comment