Fish bowl/গোল জারের জল বদল করার নিয়ম।
সাধারণত আমি গোল জারের জল 7 দিন পর পর বদল করার জন্য পরামর্শ দিয়ে থাকি। মনে রাখবেন একটি অ্যাকুয়ারিয়াম এর তুলনায় একটি গোল জারের ভিতরে মাছ পোষা অনেক অনেক বেশি শক্ত কাজ।এক মাত্র বেটা ফিশ গোল জারে রাখা সহজ ,এছাড়া অন্য যে কোন জাতের মাছ যদি আপনি গোল জারে পুষতে চান তবে খুব নিয়ম মেনে অবশ্যই জল বদল করতে হবে। শুধু মাত্র ভুল ভাবে জল বদল করার কারনে গোল জারে থাকা মাছ মারা যায়।
গোল জারের জল বদল করতে হলে আপনাকে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
1) গোল জারের জল কখনই 100 ভাগ বদল করবেন না । জারের উপরিভাগের 50 ভাগ পুরনো জল আলাদা করে একটি পাত্রে রেখে দিন, ওই জলে জারের মাছ রাখবেন না। বাকি যে 50 ভাগ জল, সেই জল একটি অন্য পাত্রে রেখে, সেই জলে জারের মাছ গুলি রাখুন। এবার জার এর গা ভালো করে ধুয়ে নিন জার এ পাথর বা অন্য কিছু সাজানোর জিনিস থাকলে সেগুলি ভালো করে ধুয়ে নিন। জার এবং আরো অন্যান্য জিনিস গুলি শুধু জল দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করার জন্য কোন ধরনের কোন সাবান, শাম্পু, ডিটারজেন্ট,ব্যাবহার করবেন না। জারের ভিতরে যদি ফিল্টার থাকে, প্রয়োজন না হলে মাসে 1 বার এর বেশি ফিল্টার পরিষ্কার করার প্রয়োজন নেই । এবার জারে নতুন জল 50 ভাগ দিন, জারের ভিতরের যাবতীয় জিনিস সেট করে দিন , ফিল্টার লাগানো থাকলে চালিয়ে দিন এর 30 মিনিট পরে জারের যে 50 ভাগ জল আলাদা করে রেখে ছিলেন, সেই জল জারের ভিতরে ঢেলে দিন তারপর মাছগুলি জারে ছেড়ে দিন। মাছ গুলি যে জলে রাখা ছিল , সেই জল বাইরে ফেলে দিন।
যে দিন জারের জল বদল করবেন, সেই দিন মাছেদের খেতে না দেওয়াই ভালো। পরের দিন থেকে খেতে দিন।
মনে রাখবেন , সব সময় মাছ রাখার জন্য সঠিক গুণমান এর জল ব্যাবহার করতে হবে।
একই তাপমাত্রার জল দেবেন।
Comments
Post a Comment