fish bowl/গোল জারে কি আলো লাগাবার প্রয়োজন হয়

 হ্যা গোল জারেও আলো লাগানো প্রয়োজন । তবে এমন আলো লাগাবেন না , যাতে জারের জল গরম হয়ে যায়।গোল জারের আলো সারাদিনে কমপক্ষে 4 ঘণ্টা জালাবেন, আর 12 থেকে 14 ঘণ্টার বেশি জ্বালাবেন না । কম সময় আলো জ্বালালে ,সেটা মাছের স্বাস্থের জন্য খারাপ,আবার বেশি জ্বালালে সেটাও খারাপ। মনে রাখবেন ,আলো কিন্তু প্রয়োজনীয় উজ্জ্বলতার ই জ্বালাবেন, খুব কমও নয়,আবার বেশিও নয়।

    বর্তমানে অ্যাকুয়ারিয়াম এর দোকান গুলিতে , গোল জারের জন্যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের আলো কিনতে পাওয়া যায়।



Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?