অ্যাকোয়ারিয়াম এর আলো কতক্ষন জ্বালানো উচিত।

 অ্যাকোয়ারিয়াম এর জন্য আলো অত্যন্ত আবশ্যিক এবং গুরুত্বপূর্ন । আলো যেমন অ্যাকোয়ারিয়ামএর জন্য ভালো আবার তেমনই সঠিক সময় ধরে অ্যাকোয়ারিয়াম এর আলো না জ্বালানো হলে অ্যাকোয়ারিয়ামএর বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে, যেমন আলো বেশিক্ষন জ্বালানো হলে, জল এর রং সবুজ হয়ে যেতে পারে, জলে প্রচুর পরিমাণে অ্যালগা তৈরী হয়ে যেতে পারে। বেশিক্ষন আলো জ্বলার কারনে মাছের বিশ্রাম নেবার সময় কমে গেলে মাছের সাস্থ্য এর অবনতি হতে পারে।


   যদি অ্যাকোয়ারিয়ামএর আলো কম জ্বালানো হয় তাহলে ওই অ্যাকোয়ারিয়ামএর জলে beneficial bacteria গুলির ভারসাম্য নষ্ট হয়ে যায়। Beneficial bacteria র ভারসাম্য নষ্ট হয়ে গেলে জল খারাপ হয়ে মাছ মারা যেতে পারে ,মাছের সাস্থ্য খারাপ হয়ে যায়, খুব সহজে মাছ ব্যাকটেরিয়া,বা প্যারাসাইট দ্বারা আক্রান্ত হতে পারে।


সারা দিনে অ্যাকোয়ারিয়ামএর এর ( পর্যাপ্ত) আলো 12 থেকে14 ঘণ্টার বেশি এবং 8 ঘণ্টার কম জ্বালাবেন না । এতে অ্যাকোয়ারিয়ামএর পরিবেশ এবং মাছ ভালো থাকবে।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?