অ্যাকোয়ারিয়াম হিটার
অ্যাকোয়ারিয়াম হিটার হোল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ন জিনিস, যা আপনার শখের মাছ কে শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষা করে থাকে। সাধারণত যে সমস্ত মাছ অ্যাকুয়ারিয়াম এ পোষা হয়, সেই সমস্ত মাছ গুলি 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব থেকে ভালো থাকে। শীত কালে যখন অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে নেমে যায় তখন অ্যাকুয়ারিয়াম এর মাছ গুলি প্রতিকূল পরিবেশের মধ্যে পরে যায়, এই অবস্থায় কয়েকদিন থাকার পরেই মাছগুলি রোগাক্রান্ত হয়ে পড়ে ,এবং মারা যায়।
অ্যাকুয়ারিয়াম জলের তাপমাত্রা যদি 26 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে থাকে তাহলে সেই অবস্থায় মাছের রোগের ওষুধ প্রয়োগ করলে ঠিক মত কাজও হয় না, রোগ যেন সারতেই চায়না। এই সময় যদি আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ একটি থার্মোস্ট্যাট হিটার ব্যাবহার করে সহজেই আপনার অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওষুধ কাজ করবে এবং মাছ গুলি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।
সব সময় আমি সকল অ্যাকুয়ারিয়াম হবিস্টদের এই কথাই বলে থাকি যে prevention is better than cure, তাই জলের তাপমাত্রা কমে যাবার আগে থেকেই আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ একটি থার্মোস্ট্যাট হিটার চালু অবস্থায় রাখুন যাতে করে জলের তাপমাত্রা প্রয়োজনের তুলনায় কম না হয়ে যায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যদি আপনার অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা হটাৎ করে কমে না যায় তাহলে ওই অ্যাকুয়ারিয়াম এর মাছের অসুখ অনেক কম হয়।
Aquarium হিটার সাধারণত দুই ধরনের পাওয়া যায় প্রথমটি হল ম্যানুয়াল অর্থাৎ এইধরনের হিটার গুলি ক্রমাগত গরম হতেই থাকে আর অ্যাকুয়ারিয়াম এর জলও ক্রমাগত গরম হতে থাকে সঠিক সময়ে হিটার বন্ধ না করতে পাড়লেআগেকার দিনে এখনকার মতন থার্মোস্ট্যাট হিটার এত সহজলভ্য ছিল না, তখন থার্মোমিটার দিয়ে অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা বারবার করে মাপতে হত এবং হিটার বন্ধ বা চালু করতে হতো, কারন জলের তাপমাত্রা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় তাহলে মাছ অতিরিক্ত গরম জলের কারনে মারা যাবে। দ্বিতীয় ধরনের হিটার হলো অটোমেটিক অর্থাৎ এই প্রকার হিটার এ tharmoatatic সিস্টেম ব্যাবহৃত হয়েছে, এই হিটার এ প্রয়োজন মত তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে।আপনি আপনার প্রয়োজন মত হিটারের সাথে থাকা রেগুলেটর দিয়ে খুব সহজেই তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আপনি যদি আপনার অ্যাকুয়ারিয়াম এর জল একটি থার্মোস্ট্যাট হিটার দিয়ে 26 ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রায় বজায় রাখতে পারবেন। আমি 26 ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রায় রাখার কথা এই কারণে বললাম কারণ অ্যাকুয়ারিয়াম এর জলের এই তাপমাত্রা সব থেকে ভালো,তবে প্রয়োজন হলে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টি গ্রেড পর্যন্ত বাড়ানো যেতে পারে,এর বেশি আর বাড়ানো উচিত নয়।
এখন অ্যাকুয়ারিয়াম এর দোকানে খুব ভালো মানের থার্মোস্ট্যাট হিটার কিনতে পাওয়া যায়, তবে খুব দামী থার্মোস্ট্যাট হিটার হলে তার তাপমাত্রা প্রদান ক্ষমতা নির্ভুল হয়। একটু কম দামী থার্মোস্ট্যাট হিটার গুলির তাপমাত্রা প্রদান 2 ডিগ্রি পর্যন্ত কম বেশি হতে পারে যেমন মনে করুন আপনি হিটার টি 26 ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রায় রেগুলেট করেছেন কিন্তু অনেক সময় দেখা যায় জলের তাপমাত্রা বেড়ে গেছে বা কমে গেছে,যদি এইরকম সমস্যা হয় তাহলে হিটারের রেগুলেটর দিয়ে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। খুব দামী কিছু থার্মোস্ট্যাট হিটার আছে যেগুলি ব্যাবহার করলে এই ধরনের কোন সমস্যা হয় না। দামী থার্মোস্ট্যাট গুলি খুবই সেনসিটিভ হয়,এই সব হিটার ব্যাবহার করলে জলের তাপমাত্রার তারতম্য .25 ডিগ্রি সেন্টি গ্রেড এর বেশি হয় না।
1) অ্যাকুয়ারিয়ামের জলের তাপমাত্রা মাপার জন্যে অবশ্যই অ্যাকুয়ারিয়াম থার্মোমিটার ব্যাবহার করবেন। অ্যাকুয়ারিয়ামের কাঁচের গায়ে হাত দিয়ে সঠিক তাপমাত্রা বোঝা যায় না।
2) হিটার সবসময় লম্বা ভাবে রাখবেন,শুইয়ে রাখবেন না । হিটার শুইয়ে রাখলে থার্মোস্ট্যাট সিস্টেম সঠিক ভাবে কাজ করতে পারে না।
Comments
Post a Comment