Fish bowl/গোলজার এ মাছ রাখতে কি অক্সিজেন প্রয়োজন হয়?

 অনেকেই আছেন যারা মনে করেন যে অক্সিজেন শুধু অ্যাকুয়ারিয়াম এর জন্যেই দিতে হয় ,গোল জার এ অক্সিজেন দেবার প্রয়োজন নেই, ছোট জায়গায় অক্সিজেন দেবার আবার কি প্রয়োজন ?  

  ছোট জায়গায় অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন নেই, এই ধারণা করা একেবারেই ভুল, বরং ছোট জায়গায় অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন অনেক বেশি। বেশিরভাগ মানুষের ভুল ধারণার জন্য ই গোল জারে মাছ বাঁচিয়ে রাখতে পারেন না। বর্তমানে গোলজার এর জন্য খুব ছোট আকারের ফিল্টারও কিনতে পাওয়া যায়, এইধরনের ফিল্টার গুলি ব্যাবহার করলে জারের জলে অক্সিজেন এর সাথে সাথে জল ও পরিষ্কার থাকবে। এয়ার পাম্প এবং ফিল্টার ব্যাবহার করে আপনি স্বচ্ছন্দে জার এর ভিতর অনেক প্রজাতির মাছ রাখতে পারবেন। তবে মনে রাখবেন গোল জারের ভিতরে অক্সিজেন সরবরাহ করার মানে এই নয় যে, আপনি আপনার ইচ্ছা মতন যে কোন সাইজের, যে কোন জাতের মাছ রাখতে পারবেন।

 

 কিছু জাতের মাছ আছে যেগুলি আপনি মাপ মতন গোল জারে বিনা অক্সিজেন এ রাখতে পারবেন, কিন্তু সব জাতের মাছ গোল জারের ভিতরে অক্সিজেন সরবরাহ ছাড়া রাখতেই পারবেন না। আবার কিছু জাতের মাছ আছে যাদের গোল জারের ভিতরে কোন ভাবেই রাখা যায় না বা উচিত নয়।

  গোল জার এ মাছ রাখার আগে অবশ্যই দেখে নেবেন , কোন জাতের মাছ আছে যারা অক্সিজেন সরবরাহ ছাড়াই থাকতে পারে, কোন জাতের মাছের অক্সিজেন লাগবে আর কোন জাতের মাছ গোল জারে রাখা যায় না ।

গোল জার এ মাছ রাখতে হলে কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন ।

1) অক্সিজেন সরবরাহ ছাড়াও যে সব জাতের মাছ বেঁচে থাকতে পারে , সেই সব মাছও  কিন্তু জারের মাপ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার বেশি কোন মতেই রাখবেন না । এতে মাছ মারা যাবে।

2) কোন কোন জাতের মাছ গোল জারে একসঙ্গে থাকতে পারবে, সেটাও ভালো করে দেখে নেবেন, না হলে মাছ মারা যাবে।


Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?