অ্যাকোয়ারিয়াম এ শ্যাওলা পরিষ্কার করার পদ্ধতি
অ্যাকোয়ারিয়াম এ যারা মাছ পোষেন,প্রায়শই তাদের এই শ্যাওলার সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাকোয়ারিয়াম এর কাঁচের গায়ে , এবং অন্যান্য সমস্ত জিনিসপত্রের গায়ে শ্যাওলা জন্মে গিয়ে খুব খারাপ দেখতে লাগে। যেহেতু অ্যাকোয়ারিয়াম বেশিরভাগ সময় আমরা ঘরের ভিতরে রেখে থাকি , তাই অ্যাকোয়ারিয়াম এ শ্যাওলা ধরে গেলে ঘরের সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়।
দেখে নেবো অ্যাকোয়ারিয়াম এর শ্যাওলা কিভাবে দূর করা যায়।অ্যাকোয়ারিয়াম এবং সমস্ত কিছু ভালো করে ঘষে মেজে শ্যাওলা পরিষ্কার করা যায়, কিন্তু ওই ভাবে পরিষ্কার করলে আবার কিছু দিনের মধ্যে ওই অ্যাকোয়ারিয়ামএ আবার শ্যাওলা ধরে যাবে,তাই আমি এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো যাতে ,খুব সহজেই অ্যাকোয়ারিয়ামএর শ্যওলাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
1) সবার আগে দেখুন অ্যাকোয়ারিয়াম এর গায়ে সরাসরি সূর্যের আলো পড়ছে কিনা। যদি সূর্যের আলো সরাসরি অ্যাকোয়ারিয়াম এর উপরে পড়ে, তাহলে সূর্যেরআলো পড়ার দিকটিকে কোন কিছু দিয়ে আড়াল করে দিন , কয়েক দিনের মধ্যেই দেখবেন শ্যাওলার পরিমাণ আপনার থেকেই কমে যেতে থাকবে।
2) অ্যাকোয়ারিয়াম এর আলো যদি প্রয়োজনের বেশিক্ষন জ্বালানো হয়, তাহলেও শ্যাওলার পরিমাণ বাড়তে থাকে। তাই আলো জ্বালাবার সময় কমিয়ে দিন ,শ্যাওলার পরিমাণ ও কমে যাবে।
3) অ্যাকুয়ারিয়াম এ যদি প্রয়োজনের বেশি তেজালো আলো জ্বালানো হয়,সেক্ষেত্রেও শ্যাওলার পরিমাণ ও বেড়ে যাবে, তাই আপনাকে অ্যাকুয়ারিয়াম এর আলো প্রয়োজন মতন পাওয়ারের বা উজ্জ্বলতার ব্যাবহার করতে হবে । সাদা বা হলুদ রঙের আলো অ্যাকুয়ারিয়াম এ জ্বালালে অ্যাকুয়ারিয়াম এ শ্যাওলা জন্মানোর প্রবণতা অনেক কম হবে, তবে মনে রাখবেন মাছের সাস্থ্য এর জন্য অ্যাকুয়ারিয়াম এ কেবলমাত্র সাদা বা হলুদ রঙের আলো জ্বালানো ভালো নয়।
4) অ্যাকুয়ারিয়াম এর অ্যালগা বা শ্যাওলা খাবার জন্যে কয়েক জাতের alga eater fish অর্থাৎ শ্যাওলা খাবার মাছ অ্যাকুয়ারিয়াম এর দোকানে কিনতে পাওয়া যায়,প্রয়োজন মতন সেই সব জাতের কয়েকটি মাছ আপনার অ্যাকুয়ারিয়াম এ ছেড়ে রাখলে ,আপনার অ্যাকুয়ারিয়াম এর শ্যাওলার বৃদ্ধি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব । সিয়ামিজ অ্যালগা eater fish অ্যাকুয়ারিয়াম এর শ্যাওলা খুব ভালো খেয়ে নেয়।
Comments
Post a Comment