মলি মাছের বাচ্চার খাবার
মলি মাছের বাচ্চা কি খায়?
Aquarium এ যে সমস্ত ধরনের মাছ আমরা পুষে থাকি ,তার মধ্যে মলি জাতের মাছ খুব সহজেই বাচ্চা দিয়ে থাকে। আকোয়ারীয়াম এ মলি মাছের বাচ্চা হয়েছে, এমন অভিজ্ঞতা অনেকের ই হয়ে থাকে। এমন অবস্থায় তারা ভেবে পান না , যে ওই মাছের বাচ্চাদের তারা কি খেতে দেবেন ।
এই মলি মাছের বাচ্চার জন্য কি খেতে দেবেন বা কোন খাবার দেওয়া ভালো । মলি মাছের খাবার এর সম্বন্ধে আমি দুই ধরনের মানুষের জন্য আলোচনা করবো। 1) যারা বাড়িতে সখ করে মাছ পোষেন 2) আর যারা মলি মাছের বাচ্চা করে ব্যাবসা করতে চান অর্থাৎ ব্যাবসায়িক ভিত্তিতে মলি মাছের চাষ করতে চান, তাদের জন্য।
1) আমি প্রথমে আলোচনা করবো যারা সখে মলি মাছের বাচ্চা করতে চান,অথবা হটাৎ করে বাড়িতে মলি মাছ বাচ্চা দিয়েছে , তাদের জন্য। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে অ্যাকুয়ারিয়াম এর মধ্যে থাকা কোন মেয়ে মলি মাছের পেট বেশ ফুলে আছে ,তার মানে এই মলি মাছটি কয়েক দিনের মধ্যেই বাচ্চা দেবে। সেই ক্ষেত্রে আপনি ওই মেয়ে মলি মাছটিকে একটি আলাদা পাত্রে তুলে রাখবেন। এখানে বলে রাখি, যে এই আলাদা করে রাখার সময় মেয়ে মাছটির সাথে ছেলে মলি মাছ রাখার কোন রকম প্রয়োজন হয় না ।
মেয়ে মাছটি আলাদা করে রেখে দিলে 2থেকে 3 দিনের মধ্যেই বাচ্চা পেড়ে থাকে। যদি 3 দিন পর্যন্ত বাচ্চা না দেয়,তাহলে ওই পত্রের জল বদল করে দেবেন। বাচ্চা পাড়লে প্রথম দিন কোন রকম খেতে দেবার প্রয়োজন নেই, তবে বাচ্চা পাড়া হয়ে গেলে মা মাছটিকে অবশ্যই বাচ্চাদের কাছ থেকে আলাদা করে দেবেন ।
2য় দিন থেকে ওই বাচ্চাদের খুব সামান্য পরিমাণে একদম মিহি কোন মাছের খাবার দেবেন ( মাইক্রো প্যালেট) , দিনে 1 বার। মাইক্রো প্যালেট দেওয়া বেশি ভালো, তবুও যদি হাতের কাছে না থাকে ,তাহলে আপনার কাছে অ্যাকুয়ারিয়াম এর মাছেদের জন্য যে খাবার আছে সেই খাবারের 1 টি বা 2 টি দানা ভেঙে মিহি করে দিতে পারেন।এইভাবে কয়েক দিন যাবার পর মাছের বাচ্চা গুলি একটু বড় হলে মাছের বাচ্চা গুলিকে, একটু বড় দানা দিতে পারবেন।
2) যারা ব্যাবসায়িক ভাবে মলি মাছের চাষ করবেন, তারা মলি মাছের বাচ্চাদের ডাফনিয়া খেতে দেবেন, এতে করে বাচ্চাদের গ্রোথ অনেক বেশি হবে, মাছের বাচ্চার mortality রেট কম হবে।3/4 দিন ছাড়া ছাড়া 30শতাংশ জল বদল করে দেবেন। ডাফনিয়া জোগাড় করতে না পারলে ড্রাই ডাফনিয়া,বা ড্রাই কেঁচো বা জ্যান্ত কেঁচো ( মিহি )খাওয়াতে পারেন। তাও না পেলে মাইক্রো প্যালেট ফিশ ফুড দিতে পারেন।
আমি হিকারী কোম্পানির মাইক্রো প্যালেট ফুড খাওয়ানোর পরামর্শ দেবো। এই মাইক্রো প্যালেট ফুড খুব ই উন্নত মানের, বাচ্চার গ্রোথ যেমন ভালো হয়, তেমনই জলে গন্ধও কম হয়।
মনে রাখবেন ,বাচ্চা দের আটা ময়দা, মুড়ি গুঁড়ো এই সব না খাওয়ানোই ভালো।
Comments
Post a Comment