মলি মাছ একসঙ্গে কতগুলি বাচ্চা দেয়?
সাধারণ ভাবে একটি মেয়ে মলি মাছ , তার 3 মাস বয়স হলে বাচ্চা দিয়ে শুরু করে দেয়। প্রথম দিকে মেয়ে মাছটির আকারে ছোট থাকে , তাই প্রথম দিকে পাড়া বাচ্চার সংখ্যাও কম থাকে। একদম শুরুর দিকে একটি মেয়ে মলি মাছ 10 / 12 টি বাচ্চা দিয়ে থাকে, এমনকি মাত্র 4/ 5 টি বাচ্চাও দিতে দেখেছি। তারপর যত দিন যায় আস্তে আস্তে মেয়ে মাছটির আকার বাড়তে থাকে এবং সাথে সাথে বাচ্চার সংখ্যাও বাড়তে থাকে । একটি মলি মাছের পূর্ন আকারে আসতে মোটামুটি 1 বছর সময় লাগে। একটি পূর্ন আকারের মেয়ে মলি মাছ একেকবার এ 100 থেকে 150 টি বাচ্চা দিতে পারে। আমি আমার অভিজ্ঞতায় মলি মাছকে সর্বাধিক 240 টি বাচ্চা দিতে দেখেছি।
2 বৎসর বয়সের পর থেকে বাচ্চা দেবার পরিমাণ কমতে থাকে।
Comments
Post a Comment