Beta fish/ বেটা ফিশ এর যত্ন
বেটা ফিশ একটি অত্যন্ত জনপ্রিয় মাছ,এই জাতের মাছ এত রং বেরংয়ের পাওয়া যায় যে বলে বোঝান সম্ভব নয়, এই মাছের মারকুটে স্বভাবের জন্য এই মাছ ফাইটার ফিশ নামেও পরিচিত। প্রচণ্ড কষ্টসহিষ্ণু এই মাছ খুবই অল্প পরিচর্যায় ভালোভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব। যাদের ঘরে জায়গা কম ,তারাও খুব ছোট জায়গায় এই মাছ খুব সুন্দর ভাবে পুষতে পারবেন। অন্যান্য সমস্ত জাতের মাছ এর মত এই মাছও ভালোভাবে রাখার জন্য অল্প কিছু নিয়ম মেনে চলতে পারলে ,এই মাছকে আপনি বেশ কয়েক বছর সুন্দর ভাবে বাঁচিয়ে রাখতে পারবেন।
1) একটি জারে একটি মাছ রাখতে হবে ।যদি ছেলে অর্থাৎ male মাছ হয় তাহলে একটির বেশি মাছ এক জায়গায় রাখা যাবে না। Female অর্থাৎ মেয়ে মাছ একসঙ্গে একাধিক রাখা যায় ,তবে একটি ছেলে মাছের সঙ্গে একটি মেয়ে মাছ রাখা যায় না । শুধু মাত্র ব্রিডিং এর সময় 2 , 4 দিন একটি ছেলে বেটা ফিশ এর সাথে একটি মেয়ে বেটা ফিশ একসঙ্গে রাখা সম্ভব।
2) বেটা ফিশ রাখার জন্য কমপক্ষে 250ml জল প্রয়োজন হয় ,তবে আমার অভিজ্ঞতায় একটি ফাইটার ফিশ এর জন্যে অন্ততপক্ষে 1লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন জায়গায় এই মাছ রাখা উচিত। আবার খুব বড় জায়গায় এই মাছ না রাখাই ভালো। 2থেকে সর্বাধিক 5 লিটার জল ধরে এমন জায়গার থেকে বড় জায়গায় এই মাছ না রাখাই ভালো।
3) বেটা ফিশ যেখানে রাখবেন,সেই জারে বা অ্যাকুয়ারিয়াম এ ভুলেও এয়ার পাম্প,বা ফিল্টার চালাবেন না । হ্যাঁ আবার বলছি ভুলেও এয়ারপাম্প,বা ফিল্টার চালাবেন না, চালালে বেটা ফিশ মারা যাবার সম্ভাবনা 100 ভাগ।
4) বেটা ফিশ রাখার জন্যে সফ্ট জল ব্যাবহার করতে হবে, অর্থাৎ যে জলের tds 250 ppm এর কম। এমন ধরনের জল ব্যাবহার করলে মাছ ভালো থাকবে।
5) বেটা ফিশ এর জন্যে অবশ্যই জারে আলো লাগাবেন। যদি আলো না ব্যাবহার করেন, তাহলে মাছ সমেত জারটিকে 2,3 ঘণ্টার জন্যে সূর্যের আলোতে রাখবেন,না হলে মাছের রং যেমন নষ্ট হয়ে যাবে,সঙ্গে মাছের অসুখ ও করবে। খেয়াল রাখবেন জল যে না সূর্যের তাপে বেশি গরম হয়ে যায়।
6) বেটা ফিশ এর জারে জ্যান্ত গাছ রাখতেও পারেন,আবার নাও রাখতে পারেন কিন্তু কোন ধরনের প্লাস্টিকের গাছ না দেওয়াই ভালো।
7) বেটা ফিশ এর জারে সাজাবার জন্যে এমন কিছু দেবেন না যাতে বেটা ফিশ এর পাখনা ছিঁড়ে না যায়।
8) এই মাছ আমিষ খাবার খেতে পছন্দ করে,তাই এই মাছ কে আমিষ খাবার খেতে দেবেন। কয়েকটি কোম্পানি বেটা ফিশ এর জন্যে special betta food তৈরী করে থাকে। সব থেকে ভালো যেকোনো একটি ভালো কোম্পানির বেটা ফুড খাওয়ানো। এতে মাছের সাস্থ্য এবং রং খুব ভালো থাকে।
Comments
Post a Comment