অ্যাকোয়ারিয়াম্ এর আলো / aquarium light
অ্যাকুয়ারিয়াম এ বেশি করে মাছ রাখার ব্যাপারে hobist দের আগ্রহ যতটা বেশি থাকে , ঠিক ততটাই কম থাকে অ্যাকুয়ারিয়াম এর অন্যান্য গুরুত্বপূর্ন জিনিস পত্রের বিষয়ে।বিশেষ করে অ্যাকোয়ারিয়ামের আলোর ব্যাপারে আগ্রহ আরো কম থাকে, বেশির ভাগ মানুষই মনে করেন, যেমন তেমন যে কোন একটি আলো লাগলেই হল,আবার অনেকে ভাবেন ঘরের মধ্যে তো আলো জ্বলে,অ্যাকুয়ারিয়াম এ আবার আলাদা ভাবে আলো লাগাবার প্রয়োজন নেই। জেনে রাখুন , অ্যাকুয়ারিয়ামএর ফিল্টারের থেকেও বেশি গুরুত্বপূর্ন হল অ্যাকুয়ারিয়ামএর আলো।
আলো বা লাইট অ্যাকুয়ারিয়াম এর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। Aquarium/অ্যাকুয়ারিয়াম আদপে একটি বাস্তুতন্ত্র এর স্বরূপ, আর একটি বাস্তুতন্ত্র এ আলোর গুরুত্ব অপরিসীম , আর অ্যাকুয়ারিয়াম এর মাছও বাস্তুতন্ত্রের বাইরে নয়, তাই আপনি যদি একটি অ্যাকুয়ারিয়াম আপনার বাড়িতে বসান ,তাহলে ওই অ্যাকুয়ারিয়াম এ একটি আলো লাগানো আবশ্যিক।
একটি উপযুক্ত আলো আপনার অ্যাকুয়ারিয়াম এর যেমন সৌন্দর্য বৃদ্ধি করে থাকে,অন্যদিকে আপনার অ্যাকুয়ারিয়াম এর বাস্তুতন্ত্র কে সঠিক ভাবে বজায় রেখে আপনার সখের মাছ গুলি কে বাঁচিয়ে রাখে। আপনি ভাবতেই পারবেন না উপযুক্ত আলোর অভাবে কিভাবে আপনার অ্যাকুয়ারিয়াম এর জলের গুণমান খারাপ করে ,আপনার সখের মাছ গুলিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সঠিক আলোর অভাবে মাছের সাস্থ্য খারাপ হয়, মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ মাছের রোগের অন্যতম কারণ হল সঠিক আলোর অভাব।
কোন রংয়ের আলো অ্যাকুয়ারিয়াম এ লাগাবেন?
আলো তো অনেক রংয়ের পাওয়া যায়, কিন্তু কোন রংয়ের আলো আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ ব্যাবহার করবেন?
প্রথমেই বলেছি অ্যাকুয়ারিয়াম একটি বাস্তুতন্ত্র, আর বাস্তুতন্ত্রের অন্যতম গুরু্বপূর্ণ সদস্য হল প্লান্ট অর্থাৎ জ্যান্ত গাছ। অনেকে তো বলতেই পারেন আমি তো অ্যাকুয়ারিয়াম এ জ্যান্ত গাছ রাখিনি, আমাকে কেন আলোর ব্যাপারে ভাবতে হবে? না বন্ধু আপনি হয়ত অ্যাকুয়ারিয়াম এ জ্যান্ত গাছ রাখেন নি , কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়ম মেনে ,ওই অ্যাকুয়ারিয়াম এ জ্যান্ত গাছ এর পরিপূরক হিসেবে গ্রীন অ্যালগী অর্থাৎ সবুজ রঙের শ্যাওলা তৈরী করে দেবার আপ্রাণ চেষ্টা করবে।যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা তৈরী হবে ততক্ষণ পর্যন্ত ওই অ্যাকুয়ারিয়াম এ বাস্তুতন্ত্র গঠন হবেনা।
যতক্ষণ বাস্তুতন্ত্র গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই অ্যাকুয়ারিয়ামএ জল ও পরিষ্কার হবে না, আর মাছ ও ক্রমাগত মরতে থাকবে। আশাকরি আপনারা জানেন যে, যেকোন জ্যান্ত গাছ বা শ্যাওলার বেঁচে থাকতে হলে তাকে ফটোসিন্থেসিস করতে হবে আর সেটা উপযুক্ত আলো ব্যতীত কোন মতেই হবেনা। তাই অ্যাকুয়ারিয়াম এ ভালোভাবে মাছ পুষতে হলে অ্যাকুয়ারিয়াম এর আলোর ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।
এবার জেনে নিন কোন রংয়ের আলো কি কাজে লাগে।
ফটোসিন্থেসিস প্রক্রিয়া ভালোভাবে চলার জন্য সবথেকে ভালো হোল বেগুনি রঙের আলো, আর লালচে কমলা বা কমলা রঙের আলো। সবুজ, সাদা এবং হলুদ রঙের আলোতে ফটোসিন্থেসিস প্রক্রিয়া ব্যাহত হয় বা অনেক সময় একেবারেই খুব খুব কম হয়। মনে রাখবেন, শুধু প্রয়োজনীয় রঙের আলো হলেই হবে না, আলোর উপযুক্ত উজ্জ্বলতাও থাকতে হবে।
এবারে যে সমস্যা টি সামনে আসবে, সেটি হল যদি আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ শুধু বেগুনি রঙের আলো, লালচে আলো বা কমলা রঙের আলো ব্যাবহার করেন তা হলে অ্যাকুয়ারিয়াম টির দিকে তাকাতে ততটা ভালো লাগবেনা। একথা খুবই সত্যি যে অ্যাকুয়ারিয়াম এ সাদা বা হলুদ রঙের আলো ব্যাবহার করলে অ্যাকুয়ারিয়াম টি দেখতে সব থেকে ভালো লাগে।
সব থেকে ভালো হল একটি অ্যাকুয়ারিয়াম এ দুইটি আলো লাগানো,একটি আলো সাদা বা হলুদ রঙের, অ্যাকুয়ারিয়াম টিকে ভালো স্বচ্ছ দেখতে লাগার জন্যে আর অন্যটি বেগুনি, লাল , বা কমলা রঙের,জ্যান্ত গাছ বা গ্রীন অ্যালগীর ফটোসিন্থেসিস ভালোভাবে করার জন্যে।
সারাদিনে গাছের বা শ্যাওলার জন্যে 8 থেকে 10 ঘণ্টা আলো জ্বালান, আর দেখার জন্যে ইচ্ছামতন। মনে রাখবেন রাত্রি বেলা কোন ধরনের আলো জ্বালানো উচিত নয়।
বর্তমানে কয়েকটি ভালো কোম্পানির আলো বাজারে এসেছে,যেগুলো ইচ্ছা মতন রং পরিবর্তন করা যায়,সেগুলি দাম একটু বেশি হলেও একটি আলো কিনেই প্রয়োজন মত আলোর রং পরিবর্তন করে নেওয়া যায়।
Comments
Post a Comment