শ্যাওলা অ্যাকুয়ারিয়াম / algae aquarium
Planted aquarium তো অনেক দেখা যায়, আজ আমি আলোচনা করবো একদম সাধারণ জিনিস নিয়ে যা আপনার অ্যাকুয়ারিয়াম এ এমনিতেই জন্মায়, অথচ সেই জিনিসটি নিয়ে aquarium hobist দের মাথা ব্যাথার শেষ থাকে না , তার নাম হল algae বা বাংলায় যাকে বলে শ্যাওলা। অ্যাকুয়ারিয়ামএ শ্যাওলা পড়লেই আমরা চেষ্টা করি কত তাড়াতাড়ি পরিষ্কার করবো, কিন্ত বন্ধুরা জেনে রাখুন অ্যাকুয়ারিয়ামএর বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হল সবুজ রঙের শ্যাওলা বা green algae। কোন অ্যাকুয়ারিয়াম এ শ্যাওলা জন্মানো মানে,ধরে নেওয়া যেতে পারে যে ওই অ্যাকুয়ারিয়াম টি ম্যাচিওর করে গেছে বা মাছ রাখার উপযুক্ততা লাভ করেছে।ওই অ্যাকুয়ারিয়াম টিতে মাছ রাখলে, মাছ মারা যাবার সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা যারা বিগত বেশ কিছুদিন যাবৎ মাছ পুষেছেন, তারা লক্ষ্য করলে দেখবেন যে যখন আপনার অ্যাকুয়ারিয়াম টিতে শ্যাওলা থাকে তখন আপনারঅ্যাকুয়ারিয়াম টিতে কোন মাছ মরে না, যখনই আপনি অ্যাকুয়ারিয়াম এর শ্যাওলা পরিষ্কার করেছেন তার পর পরই অ্যাকুয়ারিয়ামএ বেশ কিছু মাছ মারা যায়। তার মানে এটাই যে যদি আপনার পক্ষে অ্যাকুয়ারিয়াম এর যত্ন নেবার সময় কম থাকে,তাহলে অতি সহজে আপনি একটি শ্যাওলা অ্যাকুয়ারিয়াম তৈরি করে নিতে পারেন, যেটি দেখতেও খুব সুন্দর লাগবে, পরিচর্যা করাও খুব সহজ আবার মাছও মরবে না।
কিভাবে একটি শ্যাওলা অ্যাকুয়ারিয়াম তৈরি করা যায়?
এই শাওলা নিজে থেকেই জন্মায়,আবার আপনি অ্যাকুয়ারিয়াম এর দোকান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। একদম প্রথম দিকে একটু বেশি সময় অ্যাকুয়ারিয়াম এর আলো জ্বালিয়ে রাখতে হবে।
সুবিধা:
1) শ্যাওলা অ্যাকুয়ারিয়াম এর জন্য কোন ধরনের ফিল্টার না ব্যাবহার করলেও চলে। এই ধরনের অ্যাকুয়ারিয়াম এর জন্য ফিল্টার লাগানো বাধ্যতামূলক নয় ।
2) এই অ্যাকুয়ারিয়াম এর জন্য কোন ধরনের জল গরম রাখার দরকার হয় না
অর্থাৎ কোন রকম অ্যাকুয়ারিয়াম হিটার ব্যাবহার করার প্রয়োজন হয় না।
3) শ্যাওলা অ্যাকুয়ারিয়াম এর জন্যে কোন ধরনের প্লান্ট ফার্টিলাইজার দেবার প্রয়োজন হয় না ।
4) শ্যাওলা অ্যাকুয়ারিয়াম এর জন্য আলাদা করে co2 দেবার প্রয়োজন হয় না।
5) এই ধরনের অ্যাকুয়ারিয়াম এর জল খুব পরিস্কার থাকে,তাই দেখতেও খুব সুন্দর লাগে।
6) এই ধরনের অ্যাকুয়ারিয়ামএ মাছের রোগাক্রান্ত হবার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে।
7) মাছেদের খেতে না দিয়েও 5/ 7 দিন ভালোভাবে চলে যাবে ।
8) অ্যাকুয়ারিয়াম টি ভালো দেখতে লাগার জন্যে সপ্তাহে একবার অ্যাকুয়ারিয়াম এর শুধু সামনের কাঁচ টি মুছে দিলেই হবে।
9) পরিচর্যা করা খুবই সহজ।
1) শ্যাওলা অ্যাকুয়ারিয়াম এ ছোট জাতের মাছ ছাড়া অন্য কোন জাতের মাছ রাখা যাবেনা । শ্যাওলা খেয়ে নেবে বা নষ্ট করে দেবে এরকম কোন মাছ এই অ্যাকুয়ারিয়াম এ রাখা যাবে না ।
2) যে কোন আলো জ্বালালে হবে না , ফটসিন্থেসিস ভালোভাবে হবে ,এমন আলোই লাগাতে হবে।
3) অ্যাকুয়ারিয়াম এ হিটার ব্যাবহার করা যাবে না।
Comments
Post a Comment