অ্যাকুয়ারিয়াম এর মাছের হোয়াইট স্পট অসুখ এবং এর প্রতিকার
White spot ( ichthyophthirius multifilis )
হোয়াইট স্পট, অ্যাকুয়ারিয়াম এ যারা মাছ পোষেন তাদের কাছে এই রোগ আতঙ্কের অপর নাম। Aquarium এ যারা মাছ পুসেছেন তাদের প্রত্যেকেই এই রোগের সঙ্গে কম বেশি পরিচিত। অ্যাকুয়ারিয়াম এর সব থেকে বেশি মাছ মারা যায় এই রোগ থেকেই। বেশিরভাগ মানুষের অ্যাকুয়ারিয়াম এ মাছ পোষা বন্ধ করে দেবার সব থেকে বড় কারন এই রোগ।
হোয়াইট স্পট রোগ কেমন দেখতে?
এই রোগ হলে ,মাছের গায়ে,পাখনায় মিহি লবণ লেগে থাকলে যেমন দেখতে লাগবে ঠিক তেমনই দেখতে লাগবে। প্রথম দিকে দু চারটে সাদা মিহি দানা দেখা দেবে, 1 ,2দিন পর থেকে সারা গায়ে ভরে যাবে। মাছ ঝিমিয়ে পড়বে,খেতে চাইবে না। 3 দিন পর থেকে মাছ মরা শুরু হয়ে যাবে।
হোয়াট স্পট রোগ কি ধরনের রোগ?
এই রোগ প্যারাসাইটিকাল ডিজিজ , হ্যা এই রোগ একটি পরজীবী অর্থাৎ প্যারাসাইট এর আক্রমণে হয়ে থাকে। অনেকেই এই রোগটিকে ফাঙ্গাস রোগ বলে থাকে কিন্তু আদপেও এটি ফাঙ্গাস রোগ নয় অ্যান্টি ফাঙ্গাস ওষুধ ব্যবহার করলে কিন্তু এই অসুখ কোন মতেই সারবে না।
হোয়াইট স্পট রোগ কখন হয়?
এই রোগ বেশি হয় ঋতু পরিবর্তন এর সময়।বিশেষ করে গরম কাল থেকে শীতকাল পড়ার সময় বা শীতকাল থেকে গরম কাল পড়ার সময়। তবে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি গরম থেকে ঠান্ডার দিকে গেলে এই রোগ সব থেকে বেশি হয় এবং ভয়ংকর হয়ে ওঠে।
হোয়াইট স্পট রোগ কেন হয়?
1) ঋতু পরিবর্তন এর সময় এই প্যারাসাইট এর সক্রিয়তা বৃদ্ধি পায়।
2) অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা হটাৎ করে অথবা 6 থেকে 10 ঘণ্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে গেলে এই প্যারাসাইট এর আক্রমণ ঘটে।
3) অ্যাকুয়ারিয়াম এর জল এ অ্যামোনিয়া র পরিমাণ বেড়ে গেলে এই রোগ হতে পারে।
4) কোন হোয়াইট স্পট রোগ গ্রস্থ মাছ থেকে বা কোন জলজ উদ্ভিদ থেকেও এই রোগ ছড়ায়।
হোয়াইট স্পট রোগ থেকে বাঁচার উপায় কি?
এই রোগ থেকে বাঁচার জন্যে সাধারণ কয়েকটি উপায় আছে।
1) অ্যাকুয়ারিয়াম এর মধ্যে একটি ভালো মানের থার্মোস্ট্যাট হিটার চালু অবস্থায় রাখুন। যাতে অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে না নামে।
2) অ্যাকুয়ারিয়াম এর ফিল্ট্রেসান ব্যাবস্থা ভালো রাখুন যাতে জলে অ্যামোনিয়া র পরিমাণ না বাড়ে।
3) রোগ গ্রস্থ মাছ কেনা এবং রোগ গ্রস্থ অ্যাকুয়ারিয়াম থেকে জলজ উদ্ভিদ কেনা থেকে বিরত থাকুন।
4) অ্যাকুয়ারিয়াম এ পরিমিত পরিমাণেই মাছ রাখুন , বেশি পরিমাণ মাছ রাখলে এই রোগ বেশি হয়।
5) ঋতু পরিবর্তনের সময় মাছের খাবার দেবার পরিমাণ একটু কমিয়ে দিন।
6) ঋতু পরিবর্তনের সময় হটাৎ করে অ্যাকুয়ারিয়াম এর জল পুরো পাল্টাবেন না।
হোয়াইট স্পট রোগের ওষুধ/ ট্রিটমেন্ট কি?
1) অ্যাকুয়ারিয়াম এর জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড রাখুন।
2) অ্যাকুয়ারিয়াম এ সরবরাহ করা বাতাস এর পরিমাণ পরিমিত করুন।
3) অ্যাকুয়ারিয়াম এ মাছ দের খাবার দেওয়া বন্ধ করে দিন।
4) কোন ভালো কোম্পানির মাছ এর জন্য তৈরী করা অ্যান্টি ich ওষুধ নিয়ম মত ব্যাবহার করুন। আমি Rid - All ANTI - ICH ওষুধ টি ব্যাবহার করে ভালো ফল পেয়েছি।এছাড়া আকোয়াটিক রেমিডিস কোম্পানির "জেনারেল কিওর", এবং "প্যারাসিডল" ওষুধ টিও হোয়াইট স্পট রোগের বিরুদ্ধে ভালো কাজ দেয়।
5) এই রোগের ওষুধ ব্যবহার করার সময়, অ্যাকুয়ারিয়াম এর আলো বন্ধ রাখুন।
Comments
Post a Comment