বেটা ফিশ/ ফাইটার ফিশ এর অক্সিজেন

 অনেকেই আছেন যাদের সুস্পষ্ট ধারণা নেই, যে বেটা ফিশ বা ফাইটার ফিশ জন্যে অ্যাকুয়ারিয়াম এ অক্সিজেন দিতে হয় কি না ।


প্রথমেই বলে রাখি মাছটির আসল নাম কিন্তু বেটা ফিশ কিন্তু মাছটির মারকুটে স্বভাবের জন্যে বেশিরভাগ লোক এই মাছটিকে ফাইটার ফিশ নামেই ডেকে থাকে।


এই মাছটি পোষার জন্যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে আলাদা ভাবে কোন রকম অক্সিজেন সাপ্লাই করার প্রয়োজন হয় না । এই মাছের অক্সিজেন খুবই কম লাগে বলতে গেলে এই মাছের জন্যে জলে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন হয় না কারন এই মাছ একটি নির্দিষ্ট বয়সের  ( 6 থেকে 7 সপ্তাহ ) পরে সরাসরি বাতাস থেকেই অক্সিজেন নিয়ে থাকে।  আপনি যদি কোন রকম অক্সিজেনের ব্যাবস্থা ছাড়া মাছ পুষতে চান , তাহলে এই মাছের কোন বিকল্প হয় না । 


 তবে মনে রাখবেন যেখানেই এই মাছ রাখুন না কেন তার মুখ যেন খোলা থাকে বা যদি আপনি যদি ঢাকাও দেন দেখবেন যেন ওই ঢাকনা তে যেন বাইরের বাতাস ঢোকার পথ থাকে।


মনে রাখবেন যেখানে এই মাছ রাখবেন ,সেখানে ভুলেও কোন রকম অক্সিজেন সাপ্লাই করবেন না । যদি এই মাছ যেখানে রাখবেন,সেখানে অক্সিজেন সরবরাহ করেন , তাহলে এই মাছের মারা যাবার সম্ভাবনা 100 ভাগ।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?