গাপ্পী মাছের খাবার কি?

 গাপ্পী মাছ আমিষ এবং নিরামিষ দুই ধরণের খাবার ই খায় । জ্যান্ত খাবার হোক বা শুকনো খাবার , খেতে কোন আপত্তি নেই এই মাছের।

 জ্যান্ত খাবারের মধ্যে ডাফনিয়া, কেঁচো, ব্লাড ওয়ার্ম, মশা এবং মশার লার্ভা  খেতে গাপ্পী মাছ খুব ভালো বাসে।

আর অ্যাকুয়ারিয়াম মাছেদের জন্যে তৈরী করা যে কোন ধরনের শুকনো খাবার খেতে পারে।

শুকনো খাবারের মধ্যে যদি প্যালেট অর্থাৎ দানা খাবার খেতে দেন, তাহলে মাইক্রো প্যালেট খাওয়াবেন, তা নাহলে যদি আপনি নর্মাল সাইজের বা তার চেয়ে বড় সাইজের দানা খাবার এই মাছকে খেতে দেন , সেই দানা খাবার গাপ্পী মাছেরা এক বারে গেলে নিতে পারে না । দানা খাবার গুলি ঠোকরাতে থাকে কিন্তু খাবারের দানাগুলো নরম না হওয়া পর্যন্ত খেতে পারে না। খাবারের দানা অ্যাকুয়ারিয়াম এর জলে বেশিক্ষন ভেসে থাকলে অ্যাকুয়ারিয়াম এর জল খারাপ হয়ে যাবে। Aquarium এর জল খারাপ হয়ে গেলে মাছ ও মারা যাবে। তাই মনে রাখবেন , গাপ্পী মাছ কে যদি প্যালেট খাবার দেন, তাহলে অবশ্যই মাইক্রো প্যালেট দেবেন। মাইক্রো প্যালেট খাবারের মধ্যে "অপটিমাম মাইক্রো প্যালেট" এবং হিকারি কোম্পানির মাইক্রো প্যালেট খুব ভালো।



Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?