কোন জাতের মাছ অ্যাকুয়ারিয়াম এ রাখা শুভ?
ফেংসুই মতে বাড়িতে এমন ধরনের মাছ রাখা ভালো যে জতের মাছ স্বভাবে শান্ত প্রকৃতির হয়। অ্যাকুরিয়ামে শান্ত প্রকৃতির মাছ রাখলে, ওই বাড়িতে বসবাসকারী সকলের মন শান্ত এবং প্রফুল্ল থাকে এবং সেইসাথে বাড়িতেও শান্তির পরিবেশ বজায় থাকবে। বাড়িতে হিংস্র স্বভাবের মাছ থাকলে,এই ধারণাই করা হয় যে ওই মাছের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকলে মনের স্থিরতা নষ্ট হয়ে পড়ে। তাই বাড়িতে অ্যাকুয়ারিয়াম এ শান্ত মনোরম মাছ রাখাই উচিত।
ফেংসুই মতে কয়েকটি ভালো শান্ত মাছের নাম ।
1) গোল্ড ফিশ : ফেং শুই মতে বাড়িতে গোল্ডফিশ জাতের মাছ রাখা সব থেকে ভালো। ফেং শুই মতে শুধু মাত্র লাল এবং কালো রংয়ের গোল্ডফিশ কেই প্রাধান্য দেওয়া হলেও যে কোন জাতের গোল্ডফিশ মাছ ই বাড়ীতে রাখা ভালো।
2) গুপ্পি মাছ : এই জাতের মাছ গুলিও খুব সুন্দর এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। এই মাছ ও বাড়িতে রাখা খুব শুভ প্রমাণিত।
3) জেব্রা ডেনিও ফিশ : এই ছোট জাতের মাছ গুলি একসঙ্গে অনেকগুলি রাখা যায়। এই মাছ এখন অনেক রংয়ের পাওয়া যায় বলে একসঙ্গে খুব সুন্দর দেখতে লাগে।
Comments
Post a Comment