অ্যাকোয়ারীয়াম এর মাছ কতদিন বয়স হলে বাচ্চা দেয়?

 



Aquarium এ আমরা নানা ধরনের বা নানান জাতের মাছ পুষে থাকি। ওই সমস্ত মাছের বাচ্চা দেবার বয়স অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হবার সময়ও আলাদা আলাদা হয়ে থাকে, মাছের জাতের রকমভেদ অনুযায়ী তারা প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। যেমন একটি গাপ্পী মাছ জন্মান থেকে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবার উপযোগী হয়ে যায়, আবার একটি অস্কার মাছ ডিম পাড়ার উপযোগী হতে কমপক্ষে 12 থেকে 15 মাস সময় লাগে। তেমনই বিভিন্ন জাতের মাছের বাচ্চা পাড়ার বা ডিম পাড়ার বয়স ও আলাদা।

দেখে নিন অ্যাকুয়ারিয়াম এর কোন জাতের মাছ কত বয়স হলে ডিম পারে না বাচ্চা দেয়।

1) গাপ্পী  মাছ -  এই মাছ 6 থেকে 8 সপ্তাহ বয়স হলেই বাচ্চা পাড়তে পারে।

2) মলি মাছ -  এই মাছের বয়স 8 থেকে 12 সপ্তাহের হলে এই মাছ বাচ্চা দিতে পারে।

3) সোর্ড টেল মাছ -  এই জাতের মাছ 10 থেকে 12 সপ্তাহের হলে , বাচ্চা দিতে পারে।

4) প্লাটি মাছ -  এই জাতের মাছ 10 থেকে 12 সপ্তাহ বয়সের পরে বাচ্চা দিতে পারে।

5) গোল্ডফিশ মাছ -  এই জাতের মাছের বয়স 8 মাস হলে ডিম পাড়তে সক্ষম।

6) কার্প মাছ - অন্তত 12 থেকে 14 মাস বয়স হবার পরে এই জাতের মাছ ডিম পাড়ে।

7) এঞ্জেল মাছ - এই জাতের মাছ 8 মাস বয়সের পরে ডিম পাড়ে।

8) গোড়ামি মাছ - এই জাতের মাছ এর বয়স 8থেকে 10 মাস  হলে ডিম দেয়।

9) ক্যাট ফিশ - 10 থেকে 12 মাস বয়স হলে এই মাছ ডিম পাড়ে।

10) টেট্রা ফিশ -  6 থেকে 8 মাস বয়স হলে এই জাতের মাছ ডিম পাড়ে।

11) অস্কার মাছ - এই জাতের মাছের প্রাপ্ত বয়স্ক হতে 12 থেকে 15 মাস সময় লাগে।

12) সিভরাম মাছ - এই জাতের মাছের বয়স কমপক্ষে 12 থেকে 15 মাস হলে ডিম পাড়তে পারে।

13  বার্ব মাছ - এই জাতের মাছের বয়স 6 থেকে 8 মাস হলে দি। পাড়ে।

14) সার্ক মাছ - এই জাতের মাছ এর বয়স কমপক্ষে 12 মাস হলে তারপর এই জাতের মাছ ডিম পাড়তে সক্ষম হয়।

15) ফাইটার fish- এই জাতের মাছ 6 থেকে 8মাস বয়স হলে ডিম পাড়তে সক্ষম হয়।

16) জেব্রা ফিশ - এই জাতের মাছ 6 মাস বয়স হলে ডিম পাড়তে পারে।

17) প্যারট ফিশ ) - এই জাতের মাছ 12 মাস বয়স হবার পরে ডিম পাড়ে।



Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?