একোয়ারিয়াম এর জল বদল করার পদ্ধতি

Aquarium এ মাছ পুষতে অনেকেই ভালোবাসেন , কিন্তু ভালোবেসে কিনে আনা মাছ গুলি যখন মারা যায় ,তখন কিন্তু মন খুব খারাপ হয়ে যায় । আর এভাবে কয়েকবার মাছ মারা যাবার পরে মাছ পোষার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। কেউ দোষ দেয় অ্যাকুয়ারিয়াম এর দোকানদারকে আবার কেউ দোষ দেয় নিজের ভাগ্য কে। 


আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যে অ্যাকুয়ারিয়াম হবিস্ট রা ভুল পদ্ধতিতে aquarium এর জল পল্টাবার কারনেই বহু ক্ষেত্রেই তাদের প্রিয় মাছ গুলি কে মেরে ফেলেন।



আসুন দেখে নেওয়া যাক , aquarium এর জল বদল করার সঠিক পদ্ধতি কি?


1) অ্যাকুয়ারিয়াম জল পুরোটা পাল্টাবার চেষ্টা না করাই উচিত। আমি দেখেছি বেশিরভাগ মানুষ ই তাদের অ্যাকুয়ারিয়াম এর জল পুরোটা পালটে দিতে খুব ভালোবাসেন। মনে রাখবেন এই ভাবনা আপনার মাছের জন্যে ভয়ংকর তম ভাবনা। Aquarium এর জল পুরোটা পালটে দিলে সাময়িক ভাবে দেখতে ভালো লাগলেও, জল পুরোটা পালটে দিলে আপনার aquarium এর জন্যে সব থেকে প্রয়োজনীয় উপকারী ব্যাকটেরিয়া গুলি ফেলে দেওয়া জলের সঙ্গে বাইরে চলে যায়। উপকারী ব্যাকটেরিয়া গুলি না থাকার কারনে, আপনি আপনার aquarium এ যে নতুন জল দিলেন সেই জল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, 1 দিন, 2 দিনের ভিতরে, আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন অ্যাকুয়ারিয়াম এর জল ঘোলা হয়ে যাবে এবং ওই জল থেকে আঁশটে গন্ধ বের হতে থাকবে। ওই আঁশটে গন্ধ টির কারন হল,ওই জলে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে । এই  পরিমাণ জলে যত বাড়তে থাকবে, আপনার মাছ ও ততই অসুস্থ হয়ে পড়বে , গরম কালে হলে অ্যামোনিয়ার বিষের কারনে মাছ মরবে আর শীত কাল হলে তো সোনায় সোহাগার মত হোয়াইট স্পট ডিজিজের আগমন ঘটে আপনার অ্যাকুয়ারিয়াম এর সাধের মাছের মৃত্যু ত্বরান্বিত করবে।

তাই বন্ধু সাবধান, যতই দেখতে ভালো লাগুক না কেন অ্যাকুয়ারিয়াম এর জল 60 ভাগের বেশি কোন মতেই বদল করবেন না । সব থেকে ভাল 40 থেকে 50 ভাগ জল বদল করা।


2) aquarium এর জল বদল করার সময়, সব সময় 1 থেকে 2 দিনের বাসী জল ব্যাবহার করতে হবে। আবার 3 দিনের বেশী পুরনো জল ব্যাবহার করবেন না।


3) aquarium এ সব সময় সমান তাপমাত্রার জল দিতে হবে । গরম কাল হলে বদল করার জল যে ঘরে aquarium থাকে সেই ঘরে 6 থেকে 8 ঘণ্টা আগে থেকে রেখে দিলে সমান তাপ মাত্রার হয়ে যাবে। আপনি ওই জল নিশ্চিন্তে অ্যাকুয়ারিয়াম এ দিতে পারবেন। যদি শীতকালে হয় এবং অ্যাকুয়ারিয়াম এ যদি থার্মোস্ট্যাট হিটার লাগানো থাকে, তাহলে জল অ্যাকুয়ারিয়াম এ সরাসরি নাদিয়ে একটি প্লাস্টিক প্যাকেট এর মধ্যে দিয়ে 30 মিনিট ওই প্যাকেট অ্যাকুয়ারিয়াম এর মধ্যে দিয়ে রাখুন এতে অ্যাকুয়ারিয়াম এর ভিতরের জলের তাপমাত্রার সঙ্গে এক হয়ে যাবে তার পর ওই প্যাকেটের জল অ্যাকুয়ারিয়াম এ ঢেলে দিন। যদি হাতের কাছে প্লাস্টিকের ভালো প্যাকেট না থাকে তাহলে প্লাস্টিকের বোতল ও প্যাকেট এর বদলে ব্যাবহার করতে পারেন।



4)  সব সময় এক গোত্রের জল দেবেন , অর্থাৎ যে জল অ্যাকুয়ারিয়াম এ ব্যাবহার করেন ,সেই জল ই ব্যাবহার করা ভালো। এখানে আমি বলতে চেয়েছি যে একবার এই কলের জল, একবার অন্য কলের জল বা ট্যাপ কলের জল বা পুকুরের জল বা অন্য কোন জল , এই ভাবে বিভিন্ন ধরনের জল ব্যাবহার করা ভালো নয় । আপনি যে জল ই দিন না কেন এক  ধরনের জল দেবেন।


5) সপ্তাহে 1 বার এর বেশী জল বদল না করাই ভালো এবং 15 দিনে অন্তত এক বার জল বদল করা মাছের সাস্থের জন্যে ভালো।


সব শেষে আমি জোর গলায় বলতে পারি, যদি আপনি সঠিক পদ্ধতি মেনে অ্যাকুয়ারিয়াম এর জল বদল করেন , তাহলে আপনার অ্যাকুয়ারিয়াম এর মাছ সুস্থ থাকবে এবং দীর্ঘ জীবন লাভ করবে।

 

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?