অক্সিজেন ছাড়া মাছ।

অক্সিজেন ছাড়া যে সমস্ত মাছ গুলি আকোয়ারিয়াম এ বা গোল কাঁচের জার এ রাখা যায় তার মধ্যে অন্যতম হল গোড়ামি জাতের মাছ । এই জাতের মাছ গুলি অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়ে থাকে ,তাই জাতের মাছ গুলি খুব সহজে,একদম কম পরিচর্যায় আপনি আপনার aquarium এ রাখতেই পারেন। এই গোড়ামি জাতের মাছগুলি জলের উপর থেকে নিঃশ্বাস নিয়ে থাকে, যেমন কই, সিঙ্গী, মাগুর মাছ নিয়ে থাকে, তাই এই জাতের মাছ পোসার জন্য অ্যাকুরিয়ামে আলাদা করে অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন হয় না। আপনি একটি aquarium এ, বা একটি গোল কাঁচের জার এর ভিতরে air pump ছাড়াই খুব সহজে এই জাতের মাছ রাখতে পারেন।
এই জাতের মাছ ও বেশ কয়েকটি 
ধরনের পাওয়া যায় যেমন হল কিসিং গোড়ামি 








কিসিং গোড়ামি 




কসবি গোড়ামি হোল আরো একটি এই জাতের মাছের নাম, এই মাছটি বেশ উজ্জ্বল নীল রংয়ের হয়,


                    কসবী গোড়ামি।

 
কসবী গোড়ামি।



হোয়াইট গোড়ামি হল আরো একটি এই জাতের মাছ। অপূর্ব সুন্দর রংয়ের এই মাছটি ও আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন।




              হোয়াইট গোড়ামি 



এবার যে গোড়ামি জাতের মাছটির নাম বলবো, সেটি হল গোল্ডেন গোড়ামি। গোল্ডেন রংয়ের জন্যই,এই জাতটির নাম গোল্ডেন গোড়ামি, খুব সুন্দর দেখতে লাগবে এই মাছটি যদি আপনি এই মাছটি আপনি রাখেন।


              Golden gourami 




এবার যে জাতের গোড়ামি টির নাম বলবো ,সেটি হল  জায়েন্ট গোড়ামি। এই একটি জাতের গোড়ামি মাছ কিন্তু ছোট জায়গায় রাখা যাবে না , কারণ  এই জাতের মাছ আকারে বেশ বড় সাইজের হয় ,  এই মাছ আমি 15 ইঞ্চি সাইজের হতে দেখেছি, তাই এই জাতের গোড়ামি মাছ টি রাখতে হলে অন্তত 30 ইঞ্চি বা তার চেয়ে বড় অ্যাকুয়ারিয়াম এ রাখতে হবে ।


              জায়ান্ট গোড়ামি।








               জায়ান্ট গোড়ামি।






             Golden gourami ,

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?