শীত কালে কোন মাছ বাচ্চা দেয়?
এগ বেয়ারার মাছ অর্থাৎ যে সমস্ত অ্যাকুয়ারিয়াম এর মাছ গুলি সরাসরি বাচ্চা দিয়ে থাকে, সেই সব মাছ গুলি সব ঋতু তেই কম বেশি বাচ্চা দিয়ে থাকে। যে সমস্ত অ্যাকুয়ারিয়াম মাছ গুলি ডিম পেড়ে থাকে, সেই সব মাছেদের মধ্যে বেশিরভাগ মাছ ই শীত কালে ডিম পাড়ে না ।
মাত্র কয়েকটি অ্যাকুয়ারিয়াম এর মাছ আছে যারা শীত কালেই সব থেকে ভালো , সব থেকে বেশি পরিমাণে ডিম পাড়ে। ওই সব মাছ গুলির বাচ্চা করার জন্য শীত কাল সবথেকে ভাল।
শীত কালে যে সব মাছের ডিম পাড়ানো ভালো, সেগুলির মধ্যে অন্যতম হল
গোল্ড ফিশ এবং ক্যাট ফিশ এই দুই জাতের মাছের ডিম এই সময় পাড়ানো সব থেকে ভালো।
এখানে গোল্ড ফিশ বলতে সব ধরনের গোল্ডফিশ এর কথাই বললাম যেমন রেড গোল্ড ফিশ, রেড ক্যাপ অরান্ডা, ব্ল্যাক গোল্ড ফিশ, বাবল আই গোল্ড ফিশ, পান্ডা গোল্ড ফিশ প্রভৃতি সমস্ত জাতের গোল্ড ফিশ শীত কালে সব থেকে ভালো মানের ,ভালো পরিমাণে ডিম পাড়ে। এই সময় কালে এইসব মাছের বাচ্চাও খুব ভালো ভাবে পালন করা যায়।
এখানে ক্যাট ফিশ বলতে আমি হোয়াইট কড়ি ক্যাট ফিশ, ব্রোঞ্জ ক্যাট ফিশ, মার্বেল ক্যাট ফিশ , পান্ডা ক্যাট ফিশ ইত্যাদি ছোট জাতের ক্যাট ফিশের কথা বললাম । শীত কালে ছোট জাতের ক্যাটফিশের বাচ্চা তুলে আমি সব থেকে সফল হয়েছিলাম।
মনে রাখবেন : আমি শীত কাল বলতে এটা বোঝাতে চেয়েছি যে , যখন জলের তাপমাত্রা সর্ব নিম্ন 16 ডিগ্রি সেন্টিগ্রড পর্যন্ত হয়ে থাকে। জলের তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে নেমে গেলে এই সব মাছ ডিম পাড়া বন্ধ করে দেয়। আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতায় দেখেছি এই তাপমাত্রার নিচে ডিম ও ভালো ফোটে না। যদি বা ডিম ফোটে বাচ্চা বাঁচান খুব কঠিন।
Comments
Post a Comment