গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ রাখা যায় না
বর্ত মানে অনেক মানুষের কাছে রঙ্গিন মাছ পোষা খুবই জনপ্রিয়। আমার মতে এই রঙিন মাছ পোষার সখ সব থেকে ভালো এবং অন্যান্য পোষ্য পোষার তুলনায় একেবারেই ঝঞ্ঝাট বিহীন। আর এই সখের প্রথম পছন্দের মাছটির নাম হোল গোল্ডফিশ । এই মাছের নজর কাড়া রং এবং এর গড়ন, এই মাছ টিকে মানুষের পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।
এই লেখাটিতে আমি আলোচনা করব যে গোল্ডফিশ মাছের সঙ্গে আর অন্য কি কি ধরনের মাছ রাখা যায় না বা রাখা উচিত নয়। কারন এমন অনেক ধরনের মাছ আছে যে গুলি দেখতে খুবই সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু সেই সমস্ত মাছেদের মধ্যে অনেক জাতের মাছ আছে যেগুলি গোল্ডফিশ মাছের সঙ্গে একেবারেই রাখা যায় না বা রাখা উচিত নয় । যদি ঐ সমস্ত মাছ গুলি আপনি আপনার অ্যাকুয়ারিয়াম এ গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখেন তাহলে আপনার goldfish মাছ গুলি মারা যাবে।
এখন সেই সব মাছের নামের তালিকাটি দেখে নেওয়া যাক।
প্রথমেই যে মাছটির নাম বলব সেই মাছ টি গোল্ডফিশ মাছের সঙ্গে রাখা যাবেনা সেটি হল মলি জাতের মাছ। সে আপনি যে জাতের মলি মাছ ই রাখুন না কেন। রেড মলি, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, মার্বেল মলি, লায়ার টেল মলি, হাই ফিন মলি, যে কোন জাত ই হোক না কেন।
আমার দীর্ঘ দিনের অভজ্ঞতাতায় আমি দেখেছি এক জন মানুষ যখন একটি অ্যাকুয়ারিয়াম এর জন্যে গোল্ড ফিশ কেনে, তার সঙ্গে দু চারটে মলি মাছ বা কোন ছোট সাইজের মাছ ও কেনে,যেগুলো হয়তো গোল্ড ফিশ মাছের সঙ্গে রাখা উচিত নয়। হয়তো মলি মাছের কম দামের কারনে হোক বা মলি মাছের উজ্জ্বল রংয়ের কারনে হোক বা মলি মাছের ছট ফটে সভাবের জন্যেই হোক। দু চারটে মলি মাছ কিনেই ছাড়বে। মানুষের ধারনা হল মাছ যখন কেন একসঙ্গে থাকবে না ? কিন্তু এই ধারনা একেবারেই ভুল । সব জাতের মাছ এক সঙ্গে রাখা যায় না । সেই কারনে গোল্ড ফিশ মাছ অ্যাকুয়ারিয়াম এ ভালো ভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে, গোল্ড ফিশ মাছের সঙ্গে কি কি মাছ রাখা যাবে না , তার তালিকাটি দেখে জেনে রাখুন ।
1) মলি জাতের মাছ ।
2) বার্ব জাতের মাছ।
3) বেশ কিছু জাতের টেট্রা।
4) কার্প জাতের মাছ।
5) কিছু জাতের সার্ক।
6) অস্কার জাতের মাছ।
7) প্যারোট জাতের মাছ।
8) বেশ কিছু জাতের সিকলিড।
9) কিছু জাতের gourami মাছ।
10) কিছু বড় জাতের ক্যাট ফিশ।
Comments
Post a Comment