আকোয়ারিয়াম এর পাথর

 আমাকে অনেকেই প্রশ্ন করেন , যে অ্যাকুয়ারিয়াম কোন ধরনের পাথর ব্যাবহার করা ভালো ? 

আমি বলবো, যে সমস্ত ধরনের পাথর ব্যাবহার করলে অ্যাকুয়ারিয়াম এর মাছের, অ্যাকুয়ারিয়াম এর গাছের এবং অ্যাকোয়ারিয়াম এ থাকা লক্ষ্য লক্ষ্য beneficial bacteria গুলির কোন রকম কোন ক্ষতি হয় না, এমন ধরনের পাথর বা gravels ব্যাবহার করা উচিত।



প্রথমে বলবো কি ধরনের বা কোন ধরনের পাথর অ্যাকুয়ারিয়াম এ ব্যাবহার করা উচিত নয়।যে সমস্ত ধরনের পাথর গুলিতে রাসায়নিক বিক্রিয়া হবার সম্ভাবনা আছে, সেই সমস্ত ধরনের পাথর গুলি aquarium এ ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে। 
এখন প্রশ্ন হলো , আপনি কিভাবে সহজে বুঝবেন যে কোন ধরনের পাথর এ রাসায়নিক বিক্রিয়া হবে না। খুব সহজেই বাড়িতে একটি ছোট পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে পাথর টি বা পাথর গুলি আপনি আপনার অ্যাকুয়ারিয়াম ব্যাবহার করার মতো উপযুক্ত কিনা। 

যে পাথর আপনি ব্যাবহার করতে চাইছেন, সেই পাথর আগে ভালো করে শুকনো করে নিন। তার পর ওই পাথর এর উপর কয়েক ফোঁটা পাতিলেবুর রস ফেলুন। দেখুন ওই লেবুর রসে কোন গাঁজা তৈরী হয়েছে কিনা। যদি গাঁজা তৈরী না হয় তাহলে স্বচ্ছন্দে ওই পাথর আপনার অ্যাকুয়ারিয়াম এ ব্যাবহার করতে পারেন, আর যদি লেবুর রসে গাঁজা দেখতে পান, তাহলে ওই পাথর aquarium এ দেওয়া যাবে না।
এছাড়াও আরও কিছু ধরনের রং করা পাথর বর্তমানে বিভিন্ন aquarium এর দোকান গুলিতে কিনতে পাওয়া যায়, যেগুলি স্বচ্ছন্দে দেওয়া যায় , তবে খুব low quality এর রং করা পাথর aquarium এ না ব্যাবহার করা ভালো।এই সব পাথরের রং উঠে অ্যাকুয়ারিয়াম এর মাছ মারা যেতে পারে।






 


এখন বেশ ভালো কোয়ালিটির রঙিন পাথর aquarium shop গুলিতে কিনতে পাওয়া যায়। যেগুলো আপনি আপনার aquarium এ সচ্ছন্দে ব্যাবহার করতে পারেন।
Aquarium এর decoretion জন্য অনেক ধরনের রক  কিনতে পাওয়া যায়। আপনি নিজেও কোথাও বেড়াতে গিয়ে সুন্দর দেখতে কোন rock 🪨 নিয়ে এসে ভালো করে wash করে নিয়ে অ্যাকোয়ারিয়াম এর ভিতরে রাখতে পারেন । তবে কুড়িয়ে আনা rock aquarium e দেবার আগে ওই rock এ কোন ক্ষতিকর রাসায়নিক আছে কিনা অবশ্যই পরীক্ষা করে নেবেন।



যে কোন aquarium ছোট বড় পাথর দিয়ে সাজালে আপনার aquarium তো বটেই , আপনার aquarium টি যে ঘরে থাকবে সেই ঘরটিও দেখতে খুব সুন্দর লাগবে।

Comments

Popular posts from this blog

গাপ্পি মাছ ( guppy fish )

অ্যাকুরিয়ামের মাছের অসুখ ( aquarium fish diseases)

মাছ কি খেতে ভালো বাসে / অ্যাকুরিয়ামের মাছ কি ধরনের খাবার সব থেকে পছন্দ করে ( aquarium fish food ) ?